Viral News: ‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !

Last Updated:

অ্যামাজনে যে এরকম জিনিসও বিক্রি হয়, ভাবতেই পারেননি মহিলা ৷ অর্ডারের জিনিসের নাম দেখেই হেসে ওঠেন তিনি ৷

Representative Image
Representative Image
লন্ডন: অনলাইনে জিনিস অর্ডার করা এখন এতটাই সহজ যে বাচ্চারাও অর্ডার করে দিচ্ছে যখন খুশি ঘরে বসেই ৷ বিশেষ করে অ্যামাজন ‘অ্যালেক্সা’ (Alexa) জিনিসটি বাজারে আসার পর তা আরও সহজ হয়ে গিয়েছে ৷ বড়দের থেকে এখন বাচ্চারাই বেশি ব্যবহার করছে এই জিনিস ৷ অ্যালেক্সা নিয়েই খেলছে তারা ৷ ইংল্যান্ডের ছোট্ট ৩ বছরের একটি শিশু সম্প্রতি যা করেছে, তা শুনে সবারই চক্ষু চড়কগাছ (Viral News) !
ইংল্যান্ডের সাউদাম্পটনে (Southampton, England) ৩১ বছরের জেমা হজেস এবং ৩৬ সালের ক্রিসের সংসার ৷ তাঁদের দুই ছেলে ৬ বছরের এলেনর এবং ৩ বছরের অ্যালবার্ট ৷ বড় ছেলে একটু শান্ত হলেও ছোট ছেলে বড়ই দুরন্ত ৷ বাড়ির অনেক জিনিসকেই তার খেলার সামগ্রী বানিয়ে ফেলেছে অ্যালবার্ট ৷ অ্যামাজন অ্যালেক্সা দিয়েও খেলা করে সে ৷ অ্যালেক্সার সঙ্গে কথা বলতে মজা পায় শিশুটি ৷ তবে এর মধ্যেই অ্যালেক্সার মাধ্যমে অনলাইনে যা জিনিস শিশুটি অর্ডার করেছে ৷ তা ভেবেই অবাক হতে হয় (Kids order weird thing from amazon alexa) ৷
advertisement
advertisement
ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, শিশুটি অ্যালেক্সা নিয়ে খেলার সময় ‘Fart’ কথাটির উল্লেখ করে ৷ তখন অ্যালেক্সা জানতে চায়, সে ‘ক্রিসমাস ফার্টস এক্সটেনশন’-এর কথা বলছে কী না ৷ শিশুটি এই প্রশ্নের উত্তরে হ্যা বলে ৷ ব্যস তখনই তার মায়ের অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা কেটে যায় ৷ এরপর মোবাইলে অ্যামাজন থেকে জিনিস অর্ডারের নোটিফিকেশন পান মহিলা ৷ তখনই তিনি দেখতে পারেন অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা কেটে নেওয়া হয়েছে ৷ ওই দামের কোনও জিনিস অর্ডার করা হয়েছে ৷ সেইসময়ে ওয়েবসাইটে অর্ডার চেক করতে গিয়ে অবাক হয়ে যান মহিলা ৷  বুঝতে পারেন ছেলের কীর্তি (Kids ordered online fart from alexa)  !
advertisement
অ্যামাজনে যে এরকম জিনিসও বিক্রি হয়, ভাবতেই পারেননি মহিলা ৷ অর্ডারের জিনিসের নাম দেখেই হেসে ওঠেন তিনি ৷ এরপর অ্যালেক্সার মাধ্যমে জিনিস অর্ডার করার ফিচারই বন্ধ করে দেন মহিলা ৷ কারণ কে জানে ভবিষ্যতে তাঁর ছেলে আর কী কী জিনিস এমন খেলার ছলে অর্ডার করে বসে !
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement