Viral Matchstick Puzzle: মাত্র একটা দেশলাই কাঠি সরিয়ে করতে হবে ৮-৩= ৩! হাতে সময় ২০ সেকেন্ড

Last Updated:

Viral Brain Teaser: ৮ থেকে ৩ বিয়োগ করে উত্তর আনতে হবে ৩, শুধুমাত্র ১ টা দেশলাই কাঠি সরিয়ে। হাতে সময় মাত্র ২০ সেকেন্ড!

Matchstick Brain Teaser
Matchstick Brain Teaser
অঙ্কেতে মাথা যাঁদের চরম, তাঁদেরও এই পাজলের সমাধান করতে কালঘাম ছুটছে। এই ব্রেইন টিজার মূলত ধাঁধার এক জটিল সংস্করণ। এগুলি সমাধান করার সময় আপনাকে একটু ভিন্নভাবে ভাবতে ও বিশ্লেষণ করতে হবে। সমাধান করতে হলে সৃজনশীল মন ব্যবহার করতে হবে কারণ সহজ পথে এর উত্তর মেলা ভার। যেমন এই অঙ্ক! ৮ থেকে ৩ বিয়োগ করে উত্তর আনতে হবে ৩, শুধুমাত্র ১ টা দেশলাই কাঠি সরিয়ে। হাতে সময় মাত্র ২০ সেকেন্ড!
একটি দেশলাই কাঠি এমনভাবে সরাতে হবে যাতে সমীকরণটি সঠিক হয়। ২০ সেকেন্ডের মধ্যে এই ধাঁধার সমাধান করতে হবে। একখানা নয়, দু’খানা উপায়ে সমাধান সম্ভব। মাথা খাটান দেখি!
advertisement
advertisement
এই অঙ্কের ধাঁধার মধ্যে, ১ টি দেশলাই কাঠি বাঁ দিক থেকে ডানদিকে সরালেই মিলবে উত্তর।
অঙ্কে 8 - 3 = 3 দেশলাই কাঠি দিয়ে লেখা। কীভাবে এর সমাধান সম্ভব, দেখে নিন:
প্রথম উত্তর: প্রথম সংখ্যা অর্থাৎ 8 থেকে একটি কাঠি সরান যাতে এটি 0 হয়ে যায় এবং বিয়োগটির উপর রেখে তাকে যোগচিহ্ন (+) করে দিন। তাহলে দাঁড়াচ্ছে, 0 + 3 = 3
advertisement
দ্বিতীয় উত্তর: দ্বিতীয় সংখ্যা 3 থেকে একটি কাঠি এমনভাবে সরান যাতে এটি 5 সংখ্যা হয়ে যায়। তাহলে দাঁড়াচ্ছে 8 - 5 = 3! সহজ!
এই ধরনের ব্রেইন টিজার সমাধান করতে কম সময় এবং মস্তিষ্কের শক্তি প্রয়োজন। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারলেই দুর্দান্ত আনন্দ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Matchstick Puzzle: মাত্র একটা দেশলাই কাঠি সরিয়ে করতে হবে ৮-৩= ৩! হাতে সময় ২০ সেকেন্ড
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement