Viral Optical Illusion: কাপে কফি নাকি বিড়াল? প্রথমে কী দেখছেন? উত্তরেই জানা যাবে আপনার চারিত্রিক দোষ-গুণ!

Last Updated:

Viral Optical Illusion: নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন, কফি। তো কেউ কেউ আবার বলছেন বিড়াল। আসলে কে কোনটা প্রথম দেখছেন, তার থেকেই বোঝা যাবে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য।

কাপে কফি না কি বিড়াল?
কাপে কফি না কি বিড়াল?
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
কাপে কফি নাকি বিড়াল? কাপে কফি নাকি বিড়াল?
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটি পোস্ট করেছেন মিয়া ইয়িলিন। তিনি খুবই জনপ্রিয় টিকটকার। পোস্টটি শেয়ার করে লিখেছেন, এই ছবিতে আপনারা প্রথম কোনটা দেখছেন। কেন, ছবিটিতে এমন কী দেখা যাচ্ছে? আসলে দেখা যাচ্ছে একটি কাপ। আর তার মধ্যে ঠিক কী রয়েছে- কফি না কি বিড়াল? নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন, কফি। তো কেউ কেউ আবার বলছেন বিড়াল। আসলে কে কোনটা প্রথম দেখছেন, তার থেকেই বোঝা যাবে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য।
advertisement
যাঁরা প্রথম দর্শনে কফি দেখছেন:
ছবিটিতে যাঁরা প্রথমে কফি দেখছেন, তাঁরা সাধারণত স্বাধীনচেতা এবং দৃঢ়চেতা হন। এই সব মানুষেরা সাধারণত অন্যদের থেকে সাহায্য নিতে পছন্দ করে না। মিয়ার আরও দাবি, এঁরা সাধারণ ভাবে সরাসরি সমালোচনা নিতে পারেন না। বিপুল সংখ্যক মানুষের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ভয়ে সর্বক্ষণ কাঁটা হয়ে থাকেন তাঁরা। শুধু তা-ই নয়, যাঁরা প্রথম দর্শনে কফি দেখছেন, তাঁরা আসলে সম্পর্কের ক্ষেত্রে খুবই বাস্তববাদী এবং যুক্তিবাদী প্রকৃতির হন। নিজের চাওয়া-পাওয়া সম্পর্কেও যথেষ্ট সচেতন এঁরা। এছাড়া মিষ্টি কথায় সহজেই এই মানুষগুলিকে ভোলানো যায় না।
advertisement
যাঁরা প্রথম দর্শনে বিড়াল দেখছেন:
বাইরে থেকে এঁদের সুখী মনে হলেও ভিতর থেকে এঁরা বেশ সমস্যায় জর্জরিত থাকেন। অন্যরা বিব্রত করলে এঁরা সাধারণত বিষয়টাকে পাত্তা দেন না। কারণ এই মানুষগুলি এমনিতেই সব সময় বিরক্ত থাকে। যার কারণে আরও বেশি করে মেজাজ হারিয়ে ফেলেন তাঁরা। তবে সম্পর্কের ক্ষেত্রে এঁরা খুবই রোমান্টিক প্রকৃতির হন। সঙ্গীর প্রতি এঁদের আনুগত্য থাকে প্রবল। তবে সেই সঙ্গী যদি বিশ্বাসঘাতকতা করেন কিংবা নিজের সীমা অতিক্রম করেন, তাহলে এঁরা সঙ্গীকে কখনওই ক্ষমা করেন না। বরং সেই সঙ্গীকে ছেড়ে দিতেও পিছ-পা হন না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কাপে কফি নাকি বিড়াল? প্রথমে কী দেখছেন? উত্তরেই জানা যাবে আপনার চারিত্রিক দোষ-গুণ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement