Aparna-Konkona : টিভিতে মহাভারত, রামায়ণ দেখতে দিত না মা, বরং...! অপর্ণা সেনকে নিয়ে অকপট কঙ্কনা

Last Updated:
Aparna-Konkona : মায়ের হস্তক্ষেপ যে তাঁর শিক্ষা, চিন্তাধারাকে মুক্ত করেছে, তা স্বীকার করলেন কঙ্কনা। মায়ের জন্যই ধ্যানধারণা ও পড়াশোনার দিগন্ত প্রসারিত হয়েছে এবং বিভিন্ন ধরনের আখ্যান এবং শিল্পধারার সঙ্গে পরিচিত হয়েছিলেন কঙ্কনা।
1/9
অভিনয়, চিন্তাধারা, ছবি বানানো, রাজনীতি, সব মিলিয়ে গোটা দেশের ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে নিজের আলাদা স্থান তৈরি করেছেন কঙ্কনা সেনশর্মা। আর তাঁর এই শিক্ষার নেপথ্যে তাঁর মা, অপর্ণা সেন। নিজেই জানালেন সে কথা।
অভিনয়, চিন্তাধারা, ছবি বানানো, রাজনীতি, সব মিলিয়ে গোটা দেশের ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে নিজের আলাদা স্থান তৈরি করেছেন কঙ্কনা সেনশর্মা। আর তাঁর এই শিক্ষার নেপথ্যে তাঁর মা, অপর্ণা সেন। নিজেই জানালেন সে কথা।
advertisement
2/9
কন্যার মগজে মুক্ত চিন্তাধারার বীজ বপন করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। অপর্ণার থেকে কী কীভাবে কঙ্কনার শিক্ষাপ্রাপ্তি, কোন জিনিসে ছিল অবাধ অনুমতি, ছিল না-ই বা কিসে? জেনে নেওয়া যাক কঙ্গনার মুখ থেকেই।
কন্যার মগজে মুক্ত চিন্তাধারার বীজ বপন করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। অপর্ণার থেকে কী কীভাবে কঙ্কনার শিক্ষাপ্রাপ্তি, কোন জিনিসে ছিল অবাধ অনুমতি, ছিল না-ই বা কিসে? জেনে নেওয়া যাক কঙ্গনার মুখ থেকেই।
advertisement
3/9
হিন্দি হোক বা বাংলা, মূলধারার বাণিজ্যিক ছবি দেখার অনুমতি ছিল না। কঙ্কনার কথায়, ‘‘অবশ্যই ফাঁকতালে এমন অনেক ছবিই দেখে নিয়েছিলাম। ‘মিস্টার ইন্ডিয়া’ বা ‘মাসুম’-এর মতো ছবি দেখে নিয়েছিলাম।’’
হিন্দি হোক বা বাংলা, মূলধারার বাণিজ্যিক ছবি দেখার অনুমতি ছিল না। কঙ্কনার কথায়, ‘‘অবশ্যই ফাঁকতালে এমন অনেক ছবিই দেখে নিয়েছিলাম। ‘মিস্টার ইন্ডিয়া’ বা ‘মাসুম’-এর মতো ছবি দেখে নিয়েছিলাম।’’
advertisement
4/9
‘‘আমেরিকান টেলিভিশন সিরিজ যেমন ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’, ‘স্যান্টা বারবারা’ দেখা একেবারেই নিষিদ্ধ ছিল। এমনকি টিভিতে ‘রামায়ণ’, ‘মহাভারত’ও দেখতে দিত না মা।’’
‘‘আমেরিকান টেলিভিশন সিরিজ যেমন ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’, ‘স্যান্টা বারবারা’ দেখা একেবারেই নিষিদ্ধ ছিল। এমনকি টিভিতে ‘রামায়ণ’, ‘মহাভারত’ও দেখতে দিত না মা।’’
advertisement
5/9
‘‘মায়ের মতে, আমার আগে মহাকাব্যগুলি পড়ে নেওয়া উচিত। এই ধরনের মহাকাব্য অন্যের চোখ দিয়ে দেখার আগে নিজের কল্পনাশক্তিতে ভরসা করা দরকার। এতে কল্পনাশক্তি বাড়ে।’’
‘‘মায়ের মতে, আমার আগে মহাকাব্যগুলি পড়ে নেওয়া উচিত। এই ধরনের মহাকাব্য অন্যের চোখ দিয়ে দেখার আগে নিজের কল্পনাশক্তিতে ভরসা করা দরকার। এতে কল্পনাশক্তি বাড়ে।’’
advertisement
6/9
কিন্তু তা বলে ছবি দেখায় বাধা ছিল না। মূলধারার বাণিজ্যিক ছবির বদলে অপর্ণা তাঁর মেয়েকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অনেক উচ্চপ্রসংশিত ছবি দেখিয়েছেন।
কিন্তু তা বলে ছবি দেখায় বাধা ছিল না। মূলধারার বাণিজ্যিক ছবির বদলে অপর্ণা তাঁর মেয়েকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অনেক উচ্চপ্রসংশিত ছবি দেখিয়েছেন।
advertisement
7/9
কঙ্কনার কথায়, ‘‘এমনকি যদি বইয়ের কথা বলি, শৈশবে এক পর্যায়ে যখন আমি একচেটিয়াভাবে ভারতীয় সাহিত্যই পড়ে যাচ্ছিলাম, মা আমাকে তাতে লাগাম টেনে অন্যান্য সাহিত্য পড়ার কথা বলে। আমি খুবই বাধ্য ছিলাম।’’
কঙ্কনার কথায়, ‘‘এমনকি যদি বইয়ের কথা বলি, শৈশবে এক পর্যায়ে যখন আমি একচেটিয়াভাবে ভারতীয় সাহিত্যই পড়ে যাচ্ছিলাম, মা আমাকে তাতে লাগাম টেনে অন্যান্য সাহিত্য পড়ার কথা বলে। আমি খুবই বাধ্য ছিলাম।’’
advertisement
8/9
মায়ের হস্তক্ষেপ যে তাঁর শিক্ষা, চিন্তাধারাকে মুক্ত করেছে, তা স্বীকার করলেন কঙ্কনা। মায়ের জন্যই ধ্যানধারণা ও পড়াশোনার দিগন্ত প্রসারিত হয়েছে এবং বিভিন্ন ধরনের আখ্যান এবং শিল্পধারার সঙ্গে পরিচিত হয়েছিলেন কঙ্কনা।
মায়ের হস্তক্ষেপ যে তাঁর শিক্ষা, চিন্তাধারাকে মুক্ত করেছে, তা স্বীকার করলেন কঙ্কনা। মায়ের জন্যই ধ্যানধারণা ও পড়াশোনার দিগন্ত প্রসারিত হয়েছে এবং বিভিন্ন ধরনের আখ্যান এবং শিল্পধারার সঙ্গে পরিচিত হয়েছিলেন কঙ্কনা।
advertisement
9/9
তবে তা বলে মেয়েকে কোনওদিন গণ্ডিতে আটকে রাখতে চাননি অপর্ণা। শিশু কঙ্কনাকে তিনি বড় করেছেনব একজন প্রাপ্তবয়স্ক হিসেবেই। কঙ্কনা যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, তার জন্য প্রয়োজনে তাঁর হাতও ছেড়েছেন কখনও কখনও।
তবে তা বলে মেয়েকে কোনওদিন গণ্ডিতে আটকে রাখতে চাননি অপর্ণা। শিশু কঙ্কনাকে তিনি বড় করেছেনব একজন প্রাপ্তবয়স্ক হিসেবেই। কঙ্কনা যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, তার জন্য প্রয়োজনে তাঁর হাতও ছেড়েছেন কখনও কখনও।
advertisement
advertisement
advertisement