Viral Optical Illusion: কী মনে হয়, হাতির চারটে পা নাকি পাঁচ? উত্তর জানলে মাথা ঘুরে যেতে পারে আপনার!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Optical Illusion About Elephant: ১৯৯০ সালে কগনিটিভ বিজ্ঞানী রজার নিউল্যান্ড শেপার্ডের তৈরি এই অপটিক্যাল ইলিউশন (Viral Optical Illusion) প্রথম প্রকাশিত হয় তাঁর বই মাইন্ড সাইটসে।
Viral Optical Illusion: চোখে যা দেখা যায়, তা বিশ্বাস করা যায়। অর্থাৎ যা বোধগম্য তা বিশ্বাসযোগ্য। কিন্তু চোখ ধাঁধিয়ে গেলে? তখন চোখে যা ধরা পড়বে তা কি আদৌ বিশ্বাসযোগ্য? এই রহস্য আর মজাতেই মাততে ভালোবাসেন অনেকে। অনেকেরই পছন্দের বিষয় অপটিক্যাল ইলিউশন । অর্থাৎ চোখে যা দেখা যাচ্ছে, তা বিশ্বাস করা যাবে কী না বা সেটাই সঠিক কিনা এই ঠিক ভুল গুলিয়ে দেওয়ার কাজ করে এই চোখের ভ্রান্তি (Viral Optical Illusion)। এরই প্রকৃষ্ট উদাহরণ হল চারপেয়ে না পাঁচপেয়ে হাতির প্রশ্ন। হাতির তো চারটেই পা, এতে আবার গণ্ডগোল কীসের? এই ছবি কী বলছে, চারটেই পা দেখতে পাচ্ছেন, নাকি পাঁচটা?
এটি বস্তুত একটি বিখ্যাত অপটিক্যাল ইলিউশন। ১৯৯০ সালে কগনিটিভ বিজ্ঞানী রজার নিউল্যান্ড শেপার্ডের তৈরি এই অপটিক্যাল ইলিউশন (Viral Optical Illusion) প্রথম প্রকাশিত হয় তাঁর বই মাইন্ড সাইটসে। সেই থেকেই এই অপটিক্যাল ইলিউশন নানা বিতর্কের জন্ম দিয়ে চলেছে।
advertisement
advertisement
এই হল সেই শেপার্ড এলিফ্যান্টের ছবি।
— خدع بصرية (@fraj2121) August 23, 2014
হাতির পা নিয়ে স্বাভাবিকভাবেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। ২০১৭ সালে এক নেটিজেন কিন্তু সত্যিটা ধরতে পেরেছিলেন। এখনও পর্যন্ত তাঁর ব্যাখ্যাটাই নেটবিশ্বে সবচেয়ে যুক্তিপূর্ণ ঠেকেছে। উত্তরটা জানলে যদিও অবাক হয়ে যাবেন আপনি! সঠিক উত্তর হল ১ টি পা!
advertisement
হ্যাঁ, ছবির হাতিটির মাত্র একটিই পা। বাকিগুলো চোখের ভুল (Viral Optical Illusion) বা শিল্পীর কারসাজিও বলা যায়। ওই নেটিজেন লিখেছিলেন, “যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন, বাকি সব পায়েরই পাতাটা নেই। বস্তুত শিল্পী সব পায়ের পাতাগুলো বাদ দিয়ে দিয়েছেন এবং সেই পায়ের পাতাগুলোর ছবিটাকে আসল পায়ের ফাঁকে ফাঁকে গুঁজে দিয়েছেন। একমাত্র আস্ত পা রয়েছে পিছনের বাঁদিকের পা’টি।”
Location :
First Published :
April 05, 2022 3:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কী মনে হয়, হাতির চারটে পা নাকি পাঁচ? উত্তর জানলে মাথা ঘুরে যেতে পারে আপনার!