Viral Video: দেখুন ভিডিও: কিছুতেই গাঁজার নেশা ছাড়ছে না ছেলে, শাস্তি দিতে চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন মা!

Last Updated:

Ganja Addiction: ১৫ বছরের ছেলেকে একটি পোলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন মা!

#তেলেঙ্গানা: ছেলে দীর্ঘদিন ধরে গাঁজার নেশায় বুঁদ। নানাভাবে চেষ্টা করেও গাঁজার নেশা ছাড়াতে পারেননি। তাই শেষমেশ মোক্ষম অস্ত্র তুলে নিলেন মা! ১৫ বছরের ছেলেকে একটি পোলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন তিনি! ছেলেকে এমন শাস্তি দেওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video)। সাক্ষীর একটি প্রতিবেদন অনুযায়ী, মা রমনাম্মা সূর্যপেট জেলার বাসিন্দা একজন দিনমজুর। করোনা মহামারী শুরু হওয়ার আগে নিয়মিত ইস্কুলেই যেত তাঁর ছেলে। কিন্তু মহামারী চলাকালীন স্কুলছুট হয়ে যায় সে। সেইসময়ই গাঁজার নেশায় আসক্ত হয় সে। বারেবারে নিষেধ করলেও ফল মেলেনি। উলটে ১০ দিনের জন্য বাড়ি থেকে পালায় সে। ফিরে আসে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থাতে। তখনই রাগে কাণ্ডজ্ঞান হারিয়ে ছেলেকে পোলের সঙ্গে বেঁধে তার চোখে লঙ্কাগুঁড়ো (Viral Video) ঘষে দেন রমনাম্মা।
advertisement
advertisement
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এক প্রতিবেশি পুরো ঘটনাটি ভিডিও (Viral Video) করে রাখেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড (Viral Video) করে দেন। মায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, রমনাম্মা জানিয়েছেন, সবরকম চেষ্টা ব্যর্থ হওয়ার পরে এই পথ বেছে নেন তিনি। তিনি আরও জানান, এর আগে বহুবার ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে অনেকেই তাকে তুলে বাড়িতে দিয়ে গেছে।
advertisement
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওর ক্যাপশনে এও লেখা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত নেশা ছেড়ে দেওয়ার কথা দেয় ছেলে ততক্ষণ মা তার চোখে লঙ্কা গুঁড়ো ঘষতেই থাকেন।
অন্যদিকে, রবিবারই হায়দরাবাদের বানজারা হিলসের একটি পাবে হানা দেয় পুলিশ। সেখানে চলতে থাকা মাদকের আসর থেকে ১৫০ জনকে গ্রেফতার করে পুলিশ যার মধ্যে রয়েছেন অভিনেত্রী নীহারিকা কোনিডেলা এবং তেলেগু বিগ বস সিজন থ্রির বিজেতা এবং গায়ক রাহুল সিপলিগঞ্জ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: দেখুন ভিডিও: কিছুতেই গাঁজার নেশা ছাড়ছে না ছেলে, শাস্তি দিতে চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন মা!
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement