Grammy Award 2022: দ্বিতীয়বার গ্র্যামি জিতে "দিশা দেখানোর জন্য" মোদিকে ধন্যবাদ জানালেন সুরকার রিকি কেজ!

Last Updated:

Ricky Kej Grammy Award: ২০১৫ সালে তাঁর অ্যালবাম উইন্ডস অফ সামসারের জন্য প্রথম গ্র্যামি জিতেছিলেন রিকি।

#নয়াদিল্লি: দ্বিতীয়বার গ্র্যামি জিতলেন ভারতীয় সুরকার রিকি কেজ (Ricky Kej)! রবিবার দ্বিতীয় গ্র্যামি (Grammy Award 2022) জয়ের পরেই তাঁকে আশীর্বাদ করা এবং দিক নির্দেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই সুরকার। ডিভাইন টাইডস (Divine Tides) অ্যালবামের জন্য গ্র্যামি (Grammy Award 2022) জিতেছেন রিকি কেজ। এই জয়ের পরে প্রধানমন্ত্রী মোদিও এই ‘উল্লেখযোগ্য কৃতিত্বের’ জন্য শিল্পীকে অভিনন্দন (Grammy Award 2022) জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন৷
মোদির এই শুভেচ্ছার জবাবে ট্যুইট করেছেন রিকি কেজ। “আহা… আমি বাকরুদ্ধ! স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রশংসা পাওয়ার গর্বের! আপনাকে ধন্যবাদ নরেন্দ্র মোদিজি, আমি আশা করি আমি আপনাকে গর্বিত করেছি।”
advertisement
advertisement
গ্র্যামি পুরস্কার (Grammy Award 2022) জয়ের পর থেকেই অবশ্য প্রধানমন্ত্রী মোদির প্রতি বারেবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সুরকার (Ricky Kej Grammy Award)। “পরিবেশ সচেতনতার পথে ৭ বছর আগেই আপনি আমার দিক নির্দেশ করে দিয়েছিলেন, সেবার আমি আমার প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছিলাম, এবং আমি আজ এখানে এসে পৌঁছেছি! আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ,” বলেন রিকি কেজ।
advertisement
রিকি কেজ, স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে গত রবিবার ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ডিভাইন টাইডসের জন্য এই সম্মান (Grammy Award 2022) অর্জন করেছেন৷
সক্রিয় পরিবেশকর্মী, রিকি কেজ (Ricky Kej Grammy Award) জাতিসংঘের গ্লোবাল হিউম্যানিটারিয়ান আর্টিস্ট অ্যাওয়ার্ডও জিতেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে ১০০ টিরও বেশি সম্মান জিতেছেন রিকি।
advertisement
২০১৫ সালে তাঁর অ্যালবাম উইন্ডস অফ সামসারের জন্য প্রথম গ্র্যামি জিতেছিলেন রিকি। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী রিকি কেজ এখন বেঙ্গালুরুতেই থাকেন এবং এখানেই কাজ করেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Grammy Award 2022: দ্বিতীয়বার গ্র্যামি জিতে "দিশা দেখানোর জন্য" মোদিকে ধন্যবাদ জানালেন সুরকার রিকি কেজ!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement