প্রথম দেখাতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির প্রেমে পাগল ! এখন বিয়ের অপেক্ষায় দিন গুনছেন যুবতী

Last Updated:

Love and Marriage with a Prisoner: ইতিমধ্যেই সারা হয়েছে বাগদান পর্ব। কিন্তু আর পাঁচটা স্বাভাবিক প্রেম কাহিনীর মতো নয় তাঁদের প্রেমের গল্পটা। কারণ ব্রিজেট ভাল করেই জানেন যে, তাঁর প্রেমিক তথা স্বামীকে সারা জীবন জেলেই কাটাতে হবে।

প্রথম দেখাতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির প্রেমে পাগল; এখন বিয়ের অপেক্ষায় দিন গুনছেন যুবতী!
প্রথম দেখাতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির প্রেমে পাগল; এখন বিয়ের অপেক্ষায় দিন গুনছেন যুবতী!
আত্মীয়ের সঙ্গে জেলে দেখা করতে যেতেন। কিন্তু সেই জেলে যেতে যেতেই এক কারাবন্দির প্রেমে হাবুডুবু খেতে থাকেন ব্রিজেট ওয়াল নামে ওই যুবতী। তাঁর সেই ভালবাসাই এবার পরিণতি পেতে চলেছে। ইতিমধ্যেই সারা হয়েছে বাগদান পর্ব। কিন্তু আর পাঁচটা স্বাভাবিক প্রেম কাহিনীর মতো নয় তাঁদের প্রেমের গল্পটা। কারণ ব্রিজেট ভাল করেই জানেন যে, তাঁর প্রেমিক তথা স্বামীকে সারা জীবন জেলেই কাটাতে হবে। ব্রিজেটের প্রেমিক টমি ওয়াল্ডেন আসলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী।
কিন্তু এই অভিনব প্রেম কাহিনীর সূচনা পর্বটা কেমন ছিল। এই প্রসঙ্গে অতীতের স্মৃতি ঘেঁটে ব্রিজেট জানান, তাঁর আগেও একবার বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ের অভিজ্ঞতা তেমন ভাল ছিল না। ১৬ বছর বয়সেই দেখেশুনে বিয়ে হয়েছিল ব্রিজেটের। কিন্তু বিয়ের পর থেকে তাঁকে নানা অশান্তি সহ্য করতে হয়েছিল। শ্বশুরবাড়ির লাঞ্ছনা-গঞ্জনা মেনে নিতে পারেননি ব্রিজেটও। ফলে ভেঙে যায় বিয়েটা। ফলে মন খারাপ থাকত তাঁর। এর পরেই কাকতালীয় ভাবে কারাগারে তাঁর আলাপ হয় টমির সঙ্গে।
advertisement
advertisement
জেলে আলাপ হলেও টমি কিন্তু আগে থেকেই চিনতেন নিজের প্রেয়সীকে। কীভাবে। ব্রিজেট জানান যে, জেলে যাওয়ার আগে তাঁকে টিকটকে ফলো করতেন টমি। এমনকী ফলো ব্যাক করার জন্য মেসেজও পাঠাতেন। কিন্তু দুর্ভাগ্যবশত টমিকে জেলে যেতে হয়। ফলে বহু দিন টমির কোনও মেসেজ পাওয়া যায়নি। এদিকে ব্রিজেটের এক আত্মীয়রও জেল হয়। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েই টমির সঙ্গে দেখা হয় তাঁর।
advertisement
কথোপকথনে বেরিয়ে আসে ব্রিজেটকে আগে থেকেই চিনতেন টমি। এমনকী, ব্রিজেটকে পছন্দ এবং ভালবাসার কথাও জানান তিনি। দু’জনের মধ্যে এবার কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে প্রেম। এর পর টমির প্রেমে হাবুডুবু খেতে থাকেন ব্রিজেট।
advertisement
advertisement
সামনাসামনি প্রথম আলাপের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ব্রিজেট বলেন, প্রথম দেখার সময় আমি খুব ভয়ে ছিলাম। হাত-পা কাঁপছিল। কিন্তু টমি সামনে আসতেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। প্রথম দেখাতেই আমায় জড়িয়ে ধরেছিলেন টমি। ওই দিন অনেক কথা হয়েছিল আমাদের মধ্যে। তাঁদের গভীর প্রেমে দেখে মাসে তিন বার করে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।
advertisement
এই প্রেম-বিয়ে নিয়ে ব্রিজেটের পরিবার-আত্মীয় পরিজন বেশ অসন্তুষ্টই ছিলেন। সকলেই কড়া নিন্দা করেন তাঁর বিরুদ্ধে। যদিও সেই সবে কান দিতে নারাজ ব্রিজেট। তিনি এখন টমির প্রেমে পাগল। প্রেমিককে বিয়ে করার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রথম দেখাতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির প্রেমে পাগল ! এখন বিয়ের অপেক্ষায় দিন গুনছেন যুবতী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement