Success Story: এক দিনের বেতনই ৭৩ লক্ষ টাকা! আইআইটি-র এই প্রাক্তনী এখন মার্কিন বহুজাতিক সংস্থার মাথায় বসে রয়েছেন

Last Updated:

Success Story of Anirudh Devgan: অনিরুদ্ধ দেবগন একজন কম্পিউটার বিজ্ঞানী। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির প্রাক্তন ছাত্র।

এক দিনের বেতনই ৭৩ লক্ষ টাকা! আইআইটি-র 
এই প্রাক্তনী এখন মার্কিন বহুজাতিক সংস্থার মাথায় বসে রয়েছেন(Image- Twitter @Cadence)
এক দিনের বেতনই ৭৩ লক্ষ টাকা! আইআইটি-র এই প্রাক্তনী এখন মার্কিন বহুজাতিক সংস্থার মাথায় বসে রয়েছেন(Image- Twitter @Cadence)
কলকাতা: বিশ্বের প্রায় সমস্ত বড় বড় কোম্পানির মাথায় বসে থাকা মানুষগুলি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। এই কারণেই মার্কিন মুলুকের সর্বোচ্চ বেতনভোগী সিইও-দের তালিকায় জ্বলজ্বল করছে এই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নামই। আর এই তালিকায় থাকা নামের মধ্যে অন্যতম হল অনিরুদ্ধ দেবগনের নামও। কিন্তু কে এই ব্যক্তি? তিনি হলেন কেডেন্স সিস্টেমের সিইও। আর আইআইটি দিল্লির স্নাতক অনিরুদ্ধর বেতনের পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য!
অনিরুদ্ধ দেবগন একজন কম্পিউটার বিজ্ঞানী। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির প্রাক্তন ছাত্র। মজার বিষয় হচ্ছে, অনিরুদ্ধ দেবগনের শৈশব কেটেছে আইআইটি ক্যাম্পাসেই। আসলে তাঁর বাবা ছিলেন আইআইটি-র অধ্যাপক। দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন অনিরুদ্ধ। এর পর আইআইটি দিল্লিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি।
advertisement
advertisement
আইআইটি-র পাঠ শেষে মার্কিন মুলুকে পাড়ি দেন অনিরুদ্ধ। সেখানে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাঠ নেন। পিএইচডি-ও করেন। এর পর বিখ্যাত আইটি সংস্থা আইবিএম-এ শুরু হয় তাঁর কর্মজীবন। এক দশকেরও বেশি সময় সেখানে কাজ করার পরে অনিরুদ্ধ যোগ দেন ম্যাগমা ডিজাইন অটোমেশনে। এর পর ২০১৭ সালে তাঁর কেরিয়ারে এক বড় মোড় আসে। কেডেন্সে যোগ দেন তিনি। অবশেষে ২০২১ সালের ডিসেম্বর মাসে ওই সংস্থার সিইও হিসেবে নিযুক্ত হন।
advertisement
এর ফলে অনিরুদ্ধ দেবগনের প্যাকেজ গিয়ে দাঁড়ায় ২২০০ কোটি টাকায়। মূল বেতনের ১২৫ শতাংশের টার্গেট বোনাস-সহ বেতন ছিল ৭২৫০০০ ডলার। এর পাশাপাশি ১৫ মিলিয়ন ডলার সমমূল্যের একটি প্রোমোশন অনুদান স্টকের বিকল্পও দেওয়া হয়েছিল তাঁকে। এমনকী ওই বছরই ফিল কফম্যান পুরস্কারেও ভূষিত হয়েছিলেন অনিরুদ্ধ।
advertisement
salary.com-এর তথ্য বলছে, ২০২২ সালে কেডেন্সের চেয়ারম্যান এবং সিইও হিসাবে তাঁর বার্ষিক বেতন ছিল ৩২২১৬০৩৪ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ বিলিয়ন ৬৮ লক্ষ টাকা। হিসেব করলে দেখা যাবে যে, অনিরুদ্ধ প্রতিদিন প্রায় ৭৩ লক্ষ টাকা আয় করেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Success Story: এক দিনের বেতনই ৭৩ লক্ষ টাকা! আইআইটি-র এই প্রাক্তনী এখন মার্কিন বহুজাতিক সংস্থার মাথায় বসে রয়েছেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement