৩ মাস এলিয়ানদের স্পেসক্র্যাফটে ছিলেন এই প্রাক্তন মার্কিন সেনা, ফিরে এসে শোনালেন নিজের অভিজ্ঞতা

Last Updated:

ওই ব্যক্তির নাম অ্যালেক্স কোলিয়ার। তিনি মার্কিন সেনাবাহিনীতে হেলিকপ্টারের পাইলট ছিলেন।

৩ মাস এলিয়ানদের স্পেসক্র্যাফটে ছিলেন এই প্রাক্তন মার্কিন সেনা, ফিরে এসে শোনালেন নিজের অভিজ্ঞতা (Representative Image)
৩ মাস এলিয়ানদের স্পেসক্র্যাফটে ছিলেন এই প্রাক্তন মার্কিন সেনা, ফিরে এসে শোনালেন নিজের অভিজ্ঞতা (Representative Image)
এলিয়েন নিয়ে মুখ খুলে হইচই ফেলে দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক প্রাক্তন পাইলট। তাঁর দাবি, তিনি ‘এলিয়ন মাদারশিপ’-এ তিন মাস কাটিয়ে এসেছেন। শুধু তাই নয়, মানুষ খুব শীঘ্রই মহাবিশ্বে ‘এলিয়েনদের প্রাচীন ধ্বংসাবশেষ’ খুঁজে পাবে বলেও দাবি করেছেন তিনি। ওই ব্যক্তির নাম অ্যালেক্স কোলিয়ার। তিনি মার্কিন সেনাবাহিনীতে হেলিকপ্টারের পাইলট ছিলেন।
কোলিয়ার দাবি করেছেন, তিনি ১৯৮০ সালে দুটি এলিয়েনের সঙ্গে কথা বলেছিলেন। তারা ‘অ্যান্ড্রোমিডিয়ান’ নামে পরিচিত। তাদের সঙ্গে শুধু কথা বলা নয়, সময়ও কাটিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই দুই এলিয়ানের না কি নাম ভিসিয়াস এবং মোরোনে। কোলিয়ার দাবি করেছেন, তাঁকে বিশাল মহাকাশযানে চাপিয়ে এলিয়েনরা নিয়ে গিয়েছিল।
advertisement
advertisement
কিন্তু এলিয়ানরা মানুষের ভাষা বুঝল কী করে? বা কোলিয়ার কী করে এলিয়ানদের ভাষা বুঝলেন? এরও জবাব দিয়েছেন প্রাক্তন মার্কিন সেনা। তিনি বলেছেন, তিনি বলেছেন কথা বলার সময় বিশেষ বেল্ট পরিয়ে দেওয়া হত। এলিয়ানরাও ওই বেল্ট পরে থাকত।
ছোটবেলায় দেখা: এলিয়ানদের সঙ্গে কোলিয়ারের প্রথম সাক্ষাৎ হয় ৬০-এর দশকে। তখন তিনি ছোট। কোলিয়ারের দাবি, ‘‘লুকোচুরি খেলায় সময় মামার বাড়ির পাশে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল অন্ধকার একটা ঘরে। ভিসিয়াস এবং মোরোনে নামের দুই এলিয়ান আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। ওঁদের সঙ্গে ইউএফও-তে প্রায় মাস তিনেক কাটিয়েছি।’’
advertisement
পৃথিবীতে মাত্র ১৯ মিনিট: তবে এলিয়ানদের সঙ্গে তিন মাস কাটালেও পৃথিবীর সময়ে সেটা মাত্র ১৮ মিনিট। মাল্টিভার্স বা অন্য মাত্রায় এমনটা হয়, দাবি কোলিয়ারের। তিনি বলেন, দুই এলিয়ান আমাকে স্পষ্ট বলেছিল, মহাবিশ্বে মানুষ একা নয়, আরও অনেক জাতি রয়েছে।
advertisement
মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলিয়ানদের ধ্বংসাবশেষ: কোলিয়ার বলছেন, ‘‘মহাকাশে ১০০ বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আমরা শুধু একটা দেখছি। অ্যান্ড্রোমিডিয়ানদের মতে, ১০০ ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এবং প্রতিটা গ্যালাক্সিতে রয়েছে প্রাণ। আমাদের থেকে অনেক দূরে। মহাবিশ্ব বিশাল… মানুষ সবেমাত্র যাত্রা শুরু করেছে। খুঁজলে সর্বত্র এলিয়ানদের ধ্বংসাবশেষ পাওয়া যাবে।’’
এলিয়ানদের থেকে মানুষ উন্নত: কোলিয়ার বলেন, ‘‘আমি একবার অ্যান্ড্রোমিডিয়ানদের জিজ্ঞেস করেছিলাম মানুষ প্রযুক্তির দিক থেকে কতটা এগিয়েছে? ওরা বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রযুক্তির দিক থেকে আমাদের চেয়ে অন্তত ৪০০ বছর এগিয়ে।’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৩ মাস এলিয়ানদের স্পেসক্র্যাফটে ছিলেন এই প্রাক্তন মার্কিন সেনা, ফিরে এসে শোনালেন নিজের অভিজ্ঞতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement