Viral News: পোষ্য বিষধর প্রাণের চেয়েও প্রিয়, সাপ নিখোঁজ হওয়ার দোষে বাগদত্তাকেই ঘাড়-ধাক্কা!

Last Updated:

বিষাক্ত সেই সাপটি কোথায় গেল তা নিয়ে বাগদত্তার সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ব্যক্তির। শেষে রেগে গিয়ে বাগদত্তার ব্যাগ গুছিয়ে ঘরের বাইরে ফেলে দেন তিনি (Viral News)।

#কলকাতা: বাগদান হওয়ার সঙ্গে সঙ্গে যাকে তিনি বাড়িতে নিয়ে এসেছিলেন, তাঁকেই তাড়িয়ে দিলেন পোষা সাপের জন্য। জানা গিয়েছে, বিষাক্ত সাপের প্রেমে পড়ে নিজের বাগদত্তাকে তাড়িয়ে দিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি আদতেই সর্পপ্রেমী। তাই বাড়িতে বিষাক্ত সাপ পুষেছিলেন তিনি। একদিন অফিস থেকে ফেরার পর বাড়িতে এসে দেখলেন তাঁর প্রিয় পোষ্য সাপটি বাড়িতে নেই। বিষাক্ত সেই সাপটি কোথায় গেল তা নিয়ে বাগদত্তার সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ব্যক্তির। শেষে রেগে গিয়ে বাগদত্তার ব্যাগ গুছিয়ে ঘরের বাইরে ফেলে দেন তিনি (Viral News)।
এই পশুপ্রেমিক কিছুটা অদ্ভুত ধরনের ছিলেন বলে জানা গিয়েছে। অফিসের কাজে তিনি বাইরে যান। সেখান থেকে ফিরে এসেই দেখেন ঘরে তাঁর পোষা সাপটি নেই। বাগদত্তা মহিলা জানতেন, যে মানুষ প্রাণীকে এত ভালবাসে সে অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠবে না। কিন্তু শেষ পর্যন্ত সাপের প্রেমের কাছে হেরে গেলেন এই বাগদত্তা (Viral News)!
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে, প্রথমে বাগদত্তার পছন্দ-অপছন্দের কথা না জেনেই বাড়িতে একটা সাপ নিয়ে আসেন এই ব্যক্তি। তারপর তার জন্য একটা বড় ট্যাঙ্ক বানিয়ে তাকে পুষতে শুরু করেন। শুরুর কয়েক মাস তিনি সাপ ও বাগদত্তার বন্ধুত্ব করানোর জন্য ব্যস্ত ছিলেন। বহু পরিশ্রমের পরে বাগদত্তা মহিলা একটি বিষাক্ত সাপের সঙ্গে একই বাড়িতে থাকতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কয়েকদিন পর কয়েকজন বন্ধু বাড়িতে এলে বাগদত্তা সাপটিকে ঘর থেকে সরিয়ে দিতে চান। যার জেরে অশান্তি শুরু হয় সংসারে (Viral News)।
advertisement
এর পরে অফিসের কাজে বাইরে যাওয়ার সময় বাগদত্তাকে তাঁর প্রিয় পোষা সাপের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু এক সপ্তাহ পর বাড়ি ফিরে তিনি আর সাধের সাপটিকে দেখতে পাননি। ওই ব্যক্তি এটাও লক্ষ্য করেন, সাপটি যে ট্যাঙ্কে থাকত তার দরজা খোলা ছিল এবং বাগদত্তাও বাড়িতে ছিলেন না। ফলে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সাপ নিখোঁজ হওয়ার জন্য সমস্ত রাগ বাগদত্তার উপরে ঢেলে দিলেন তিনি। কোনও কথা না শুনেই তাঁর সমস্ত জিনিসপত্র গুছিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেন ওই ব্যক্তি। রেডিটে এই ঘটনাটি শেয়ার করার পর মতামত চাওয়া হচ্ছে ওই ব্যক্তির বাগদত্তার প্রতি আচরণ ঠিক না ভুল, মিশ্র মতামত দিচ্ছেন ইউজাররা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পোষ্য বিষধর প্রাণের চেয়েও প্রিয়, সাপ নিখোঁজ হওয়ার দোষে বাগদত্তাকেই ঘাড়-ধাক্কা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement