Viral News: হাসপাতালে কেমো চলাকালীনই চাকরির ইন্টারভিউ দিলেন যুবক, কেন জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পোস্ট, যেখানে তিনি নিজের লড়াই করা ও সেটি চালিয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন। (Viral News)
#নয়াদিল্লি: অনুপ্রেরণার সংজ্ঞা হতে পারে এই যুবকের কাহিনি। অর্ষ নন্দন প্রসাদ নামের এই যুবকের কাহিনি শুনে অবাক হচ্ছেন যেমন, তেমনই সকলে তাঁকে কুর্নিশ জানাচ্ছেন। ক্যান্সার আক্রান্ত অর্ষ নন্দন প্রসাদ নিজেকে রোগী হিসেবে বন্দী করে নয়, বরং স্বাভাবিক জীবনে বেঁচে থাকতে একজন কর্মঠ ও অনুপ্রেরক হিসেবে তুলে ধরতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পোস্ট, যেখানে তিনি নিজের লড়াই করা ও সেটি চালিয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন। (Viral News)
একটি চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে তাঁর পোস্টে তিনি লিখেছেন, 'যখন তুমি ইন্টারভিউতে তোমার সেরাটা দেবে, কিন্তু নির্বাচিত হবে না, কারণ তুমি জীবনের কঠিন সময় দিয়ে যাচ্ছ, আচমকাই সেটা বদলে যাবে। চাকরি প্রদানকারীরা যখন জানতে পারে আমি ক্যান্সারের সঙ্গে লড়াই করছি, আমি তাঁদের এক্সপ্রেশন পাল্টে যেতে দেখেছি। আমি কারও সমবেদনা চাই না। আমি এখানে নিজেকে প্রমাণ করতে এসেছি'। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে বসেই সামনে ল্যাপটপ খুলে ইন্টারভিউ দিচ্ছেন অর্ষ নন্দন প্রসাদ।
advertisement

advertisement
আরও পড়ুন: করাচির আত্মঘাতী জঙ্গি দুই সন্তানের মা, এমএ-এমফিল ডিগ্রিধারী! স্বামীর পোস্ট দেখলে চমকে যাবেন
পোস্টেই তিনি উল্লেখ করেছেন, হাসপাতালে কেমোথেরাপি চলাকালীন নিজের এই সাম্প্রতিক ছবিটি তোলা হয়েছে। কাজের প্রতি এমন জেদ ও জীবনে বাঁচার লড়াইয়ে এমন যোদ্ধাকে দেখে অনেকেই অভিভূত হয়েছেন। একটি বেসরকারি কোম্পানির সিইও নীলেশ সতপুতে তাঁর সঙ্গে যোগাযোগ করে চাকরির অফারও দিয়েছেন। সেখানেই তিনি উল্লেখ করেছেন, 'হাই অর্ষ, তুমি একজন যোদ্ধা। দয়া করে চিকিৎসা চলাকালীন ইন্টারভিউ দেবেন না। আমি আপনার যোগ্যতা দেখেছি, সেগুলো খুবই ভালো। আপনার যখন খুশি আপনি আমাদের সঙ্গে কাজে যোগ দিতে পারেন। কোনও ইন্টারভিউ প্রয়োজন নেই।'
advertisement
আরও পড়ুন: গাছতলায় দাঁড়িয়ে মহিলা, মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণে সব শেষ! করাচির ভয়ঙ্কর ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনও ক্যান্সার-যোদ্ধা তথা জীবনযোদ্ধা অর্ষকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাঁকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। জীবনের বহু বাধা কাটিয়ে কীভাবে এগোতে হয় তার পাঠ দিচ্ছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্ষের এই মনজয় করা কাহিনি।
Location :
First Published :
April 27, 2022 3:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হাসপাতালে কেমো চলাকালীনই চাকরির ইন্টারভিউ দিলেন যুবক, কেন জানেন?