Karachi Bomber Shaari Baloch: করাচির আত্মঘাতী জঙ্গি দুই সন্তানের মা, এমএ-এমফিল ডিগ্রিধারী! স্বামীর পোস্ট দেখলে চমকে যাবেন

Last Updated:

আর করাচি বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন যেই মহিলা মানববোমা তাঁর পরিচয় জানতে পেরে চমকে উঠছে বিশ্ববাসী। (Karachi Bomber Shaari Baloch)

Karachi Bomber Shaari Baloch
Karachi Bomber Shaari Baloch
#করাচি: পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে মঙ্গলবার ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। তিন চিনা নাগরিক-সহ চারজনের মৃত্যু হয়েছে এই ঘটনা। আহত আরও ২। ইতিমধ্যেই পাকিস্তানে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন বালোচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের দখল বালুচিস্তানকে মুক্ত করে, স্বাধীনতার দাবিতে দীর্ঘ দিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে ওই সংগঠন। আর করাচি বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন যেই মহিলা মানববোমা তাঁর পরিচয় জানতে পেরে চমকে উঠছে বিশ্ববাসী। (Karachi Bomber Shaari Baloch)
জানা গিয়েছে, শারি বালোচ নামে পরিচিত ওই মহিলা উচ্চশিক্ষিতা। ৩০ বছরের শারি জীববিদ্যার পাশাপাশি দর্শনেও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। দুই সন্তানের মা ওই মহিলা পেশাগত ভাবে একজন শিক্ষিকা। স্বামী একজন চিকিৎসক। তাঁর এমন পরিচয় প্রকাশ্যে আসার পরে স্বাভাবিক ভাবেই সকলে চমকে যাচ্ছেন। বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন শুরুর সময় থেকেই প্রত্যক্ষ ভাবে জড়িয়ে ছিলেন তিনি। পরে মজিগ ব্রিগেডের সঙ্গে শেষ ২ বছর ধরে যুক্ত ছিলেন। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হল পাকিস্তানে থাকা চিনাদের উপর হামলা।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: দোকানে মাটির ভাঁড়ে চা খান? শরীরে কী প্রভাব হয় জানেন?
জানা গিয়েছে, বালুচিস্তানের স্বাধীনতার জন্য তিনি প্রথম থেকেই আত্মঘাতী হতে চেয়েছিলেন। দুই সন্তানের কথা ভেবে হয়তো এমনটা তিনি করবেন না ভেবেছিলেন দলের সদস্যরা। তবে নিজের উদ্দেশ্য সফল করার জন্য কোনও কিছুই পরোয়া করেননি তিনি। স্বামী ট্যুইটারে পরিবারের সকলের ছবি দিয়ে মৃত স্ত্রীকে সম্মান জানিয়েছেন। সেই পোস্টও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
বাশির বালোচ নামে শারির স্বামী ট্যুইটে লিখেছেন, 'শারি জান, তোমার নিঃস্বার্থ বলিদান আমাকে নির্বাক করে দিয়েছে। সেই সঙ্গে গর্বে বুকটা ভরে যাচ্ছে। মাহরোচ ও মীর হাসান চিরকাল গর্বিত মানুষ হিসেবে বেঁচে থাকবে এবং ভাববে তাদের মা কতটা মহান ছিলেন। আমাদের জীবনে তোমার গুরুত্ব চিরকাল এমনই অপরিসীম থাকবে।' পাকিস্তানের মাটিতে চিনা নাগরিকদের উপর এই প্রথম বড়সড় হামলা চালাল বিএলএ। যদিও ২০২১-এর জুলাইয়ে উত্তর-পশ্চিম পাকিস্তানের দাসুতে চিনা নাগরিকদের একটি বাসে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ৯ জন চিনা নাগরিকের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানের তালিবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Karachi Bomber Shaari Baloch: করাচির আত্মঘাতী জঙ্গি দুই সন্তানের মা, এমএ-এমফিল ডিগ্রিধারী! স্বামীর পোস্ট দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement