Viral Video: গাছতলায় দাঁড়িয়ে মহিলা, মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণে সব শেষ! করাচির ভয়ঙ্কর ভাইরাল ভিডিও

Last Updated:

আত্মঘাতী বিস্ফোরণের এমন ভয়াবহ ভিডিও আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)

Viral Video
Viral Video
#করাচি: মঙ্গলবার ভরদুপুরে পাকিস্তানের করাচিতে ভয়ঙ্কর আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Karachi Blast Video)। প্রাণ গিয়েছে চারজনের, আহত হয়েছেন আরও দু'জন। নিহতদের তিনজনই চিনা নাগরিক বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ করাচি ইউনিভার্সিটির ঠিক বাইরে বিস্ফোরণটি ঘটানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে। আত্মঘাতী বিস্ফোরণের এমন ভয়াবহ ভিডিও আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)
ভিডিওটিতে দেখা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে একটি গাছের নীচে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। খানিক বিচলিত অবস্থায় নড়াচড়া করছেন। পিছন থেকে একটি গাড়ি ও বাইক আসতে দেখেই শান্ত হয়ে একদৃষ্টে তাকিয়ে রইলেন তিনি। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে মুখ ঘোরাতেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান ওই মহিলা। মুহূর্তের মধ্যে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: দোকানে মাটির ভাঁড়ে চা খান? শরীরে কী প্রভাব হয় জানেন?
কনফুসিয়াস ইউনিভার্সিটির ডিরেক্টর ছাড়াও নিহতদের মধ্যে থেকে দিং মুপেং, চেন সাই নামের আরও দুই চিনা নাগরিককে শনাক্ত করা গিয়েছে। গাড়ির চালক খালিদেরও বিস্ফোরণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিন্ধ প্রদেশের আইজি মুশতাক আহমেদ মাহার। এ ছাড়াও ওয়াং ইউকিং নামের অন্য এক চিনা নাগরিক এবং হামিদ নামের এক পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন বিস্ফোরণে।
advertisement
আরও পড়ুন: এই ভ্যাপসা গরমে কী খাবেন? জানুন সুস্থ থাকার জন্য উপযুক্ত ৫ খাবার
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে করাচি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই পাকিস্তানে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন বালোচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের দখল বালুচিস্তানকে মুক্ত করে, স্বাধীনতার দাবিতে দীর্ঘ দিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে ওই সংগঠন। স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে সেই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: গাছতলায় দাঁড়িয়ে মহিলা, মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণে সব শেষ! করাচির ভয়ঙ্কর ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement