Viral News: সাড়ে ৫০০ টাকার স্যান্ডউইচে ওটা আবার কী! সিনেমা হলের অন্ধকারে ভয়ানক ঘটনা
- Written by:Trending Desk
- trending desk
- Reported by:Teesta Barman
Last Updated:
Viral News: সংবাদমাধ্যম সূত্রে খবর, কোনও এক মঙ্গলবার দুপুর এই ঘটনা ঘটে। সিনেমা দেখার সময় স্যান্ডউইচ কেনা হয়েছিল। দাম পড়েছিল প্রায় ৫৫০ টাকা।
সিনেমা হলে গিয়ে দিব্যি উপভোগ করছিলেন ছবি। কিন্তু স্যান্ডউইচে কামড় বসাতেই যেন চক্ষু চড়কগাছ! কারণ ওই খাবারের মধ্যেই মরা আরশোলা। সম্প্রতি এই ঘটনার সাক্ষী থেকেছে চণ্ডীগড় সেক্টর ৩৪-এর পিক্যাডিলি স্কোয়ার মল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কোনও এক মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। সিনেমা দেখার সময় স্যান্ডউইচ কেনা হয়েছিল। দাম পড়েছিল প্রায় ৫৫০ টাকা। এই সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল। তাতে এক ব্যক্তিকে ওই ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ওই বিষাক্ত স্যান্ডউইচ পরিবেশন করার জন্য সিনেমা হলের কর্মীদের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন তিনি। ওই ব্যক্তির কথায়, যদি ইন্টারভ্যালের সময় এটা নজরে না আসত, তাহলে তো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এর ফলে সিনেমা দেখার মজাটাই প্রায় মাটি হয়ে গিয়েছে। যদিও পরে ওই ভিডিও মুছে ফেলা হয়েছে।
advertisement
সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে, সিনেমা হলের কর্মীরা খাবার বিক্রেতার কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর কথা জানিয়ে আশ্বস্ত করেছেন। রিফান্ড করে দেওয়ার কথা জানানো হলেও গ্রাহকরা বিষয়টা নাকচ করে দেন। এমনকী খাবারে বিষক্রিয়া সংক্রান্ত বিষয়ে উদ্বেগ জাহির করতে থাকেন। গ্রাহকদের আর্জি, সিনেমা হলের কর্মীরা যেন ওই খাবার বাজেয়াপ্ত করেন এবং খাবার বিক্রেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কাশ্মীরি পণ্ডিতদের ন্যায়বিচার দিয়েছে মোদি সরকার…POK আমাদের!’, রাজ্যসভায় হুঙ্কার অমিত শাহের
ওই সময়েই হায়দরাবাদে একই ধরনের ঘটনা ঘটেছে। জোম্যাটোর মাধ্যমে হায়দরাবাদের এক বাসিন্দা বিরিয়ানি অর্ডার করেছিলেন। তবে সেই বিরিয়ানি খেতে গিয়ে দেখা যায়, তার মধ্যে রয়েছে মরা আরশোলা। এমনটাই জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। এক ব্যবহারকারী লিখেছেন, “জোম্যাটোর মাধ্যমে কোটির গ্র্যান্ড হোটেল থেকে আমি ফিশ বিরিয়ানি অর্ডার করেছিলাম। কিন্তু দেখে মনে হচ্ছে, হোটেল কর্মচারীরা অত্যন্ত দয়ালু যে, তাঁরা আমায় মরা আরশোলার মাধ্যমে অতিরিক্ত প্রোটিন পাঠিয়ে দিয়েছেন। আর কখনওই অর্ডার করব না। ০/১০ (যদি না আপনি পোকামাকড় খান)।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 2:34 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সাড়ে ৫০০ টাকার স্যান্ডউইচে ওটা আবার কী! সিনেমা হলের অন্ধকারে ভয়ানক ঘটনা







