Amit Shah: ‘কাশ্মীরি পণ্ডিতদের ন্যায়বিচার দিয়েছে মোদি সরকার...POK আমাদের!’, রাজ্যসভায় হুঙ্কার অমিত শাহের

Last Updated:

এদিন কাশ্মীর সমস্যা নিয়ে ফের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ তোলেন শাহ৷ রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘‘একটা কথা তো সকলের কাছেই পরিষ্কার, ভুল সময়ে যদি যুদ্ধবিরতির সিদ্ধান্ত না নিতেন (নেহরু) তাহলে এটা হত না৷ ওঁর বিবৃতি আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা তো মানবেন আপনারা (কংগ্রেস সাংসদদের উদ্দেশ্যে)!’’

নয়াদিল্লি: ভারতীয় দণ্ডবিধির ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার কেন্দ্রীয় সিদ্ধান্ত বৈধ ছিল৷ সোমবারই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ৷ শুধু তাই নয়, আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই রাজ্যে ভোট করানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশও দেওয়া হয়েছে৷ তার পরেই এদিনের রায়কে ‘ঐতিহাসিক’ রায় হিসাবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার রাজ্যসভায় দাঁড়িয়েও জম্মু ও কাশ্মীর ইস্যুতে একের পর এক জ্বালাময়ী মন্তব্য করতে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷
রাজ্যসভায় সোমবার পাশ হয় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুর্নর্বিন্যাস (সংশোধনী) বিল, ২০২৩৷ গত সপ্তাহেই লোকসভায় পাশ হয়েছিল বিল দু’টি৷
এই দুই বিলের স্বপক্ষে কথা বলতে গিয়ে এদিনের সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে মন্তব্য করেন অমিত শাহ৷ বলেন, ‘‘আজ এই দু’টি বিলই রাজ্যসভায় পাশ হয়েছে৷ আজকের দিনটি জম্মু ও কাশ্মীরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷’’ এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, ‘‘পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন সংরক্ষণ করা হয়েছে৷ আমি আবার বলছি পাক অধিকৃত কাশ্মীর আমাদের৷ কেউ তা আমাদের থেকে নিতে পারবে না৷ যতক্ষণ দেশের এক ইঞ্চি জমির প্রশ্ন, ততক্ষণ আমরা বড় মনের পরিচয় দিতে পারব না৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বিশেষ’ নয় জম্মু ও কাশ্মীর! সুপ্রিম কোর্টের ‘ঐতিহাসিক’ রায়ে আশার আলো দেখছেন নরেন্দ্র মোদি
এদিন কাশ্মীর সমস্যা নিয়ে ফের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ তোলেন শাহ৷ রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘‘একটা কথা তো সকলের কাছেই পরিষ্কার, ভুল সময়ে যদি যুদ্ধবিরতির সিদ্ধান্ত না নিতেন (নেহরু) তাহলে এটা হত না৷ ওঁর বিবৃতি আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা তো মানবেন আপনারা (কংগ্রেস সাংসদদের উদ্দেশ্যে)!’’
advertisement
যদিও এদিন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০২৩ বিরোধিতা করে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদেরা৷
২০২৩ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার৷ জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ যদিও রাজ্যের স্বীকৃতি খুব তাড়াতাড়িই জম্মু ও কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হবে বলে এদিন রাজ্যসভায় জানিয়েছেন অমিত শাহ৷
advertisement
আরও পড়ুন: মোদির গীতাপাঠ! ২৪ ডিসেম্বরে টেট কি আদৌ হবে? হাইকোর্টে গেলেন দিলীপ ঘোষ
এ দিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে সিদ্ধান্ত সংসদ এবং রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা বৈধ৷ এই সিদ্ধান্তের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এ দিন স্পষ্ট করে দেয় যে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ, ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: ‘কাশ্মীরি পণ্ডিতদের ন্যায়বিচার দিয়েছে মোদি সরকার...POK আমাদের!’, রাজ্যসভায় হুঙ্কার অমিত শাহের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement