Kolkata High Court | Dilip Ghosh: মোদির গীতাপাঠ! ২৪ ডিসেম্বরে টেট কি আদৌ হবে? হাইকোর্টে গেলেন দিলীপ ঘোষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
কলকাতা হাইকোর্টে এমনই আর্জি জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চান বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কলকাতা: আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই বিজেপির বহু প্রতিরক্ষিত গীতাপাঠের অনুষ্ঠান। গীতা জয়ন্তী উপলক্ষে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দিয়েছে বিজেপি। ওই দিন ব্রিগেডে মঞ্চ থেকে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দেবেন স্বয়ং নরেন্দ্র মোদি। অথচ, ঠিক ওই দিনই রয়েছে প্রাথমিক শিক্ষকের চাকরর টেট পরীক্ষা। প্রধানমন্ত্রী শহরে এলে নিয়ন্ত্রণ করা হতে পারে বিভিন্ন রাস্তার যান পরিবহণ। যানজটেরও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সমস্যায় পড়তে পারেন টেট পরীক্ষার্থীরা৷ সেই কারণে, ওই দিন টেট বাতিল করে পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করল বঙ্গ বিজেপি।
কলকাতা হাইকোর্টে এমনই আর্জি জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চান বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিজেপি নেতা দিলীপ ঘোষ হয়ে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী পার্থ ঘোষ। তাঁর বক্তব্য ছিল, গত ১০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। পরে পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়। ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মসূচি হয়েছে। পরীক্ষার দিন পরিবর্তন করা হোক। প্রধান বিচারপতি বলেন, ‘‘পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয়। মামলা দায়ের করুন। বিবেচনা করা হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন মাসে মাসে ১৫০০ টাকা! সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার, বিজেপির ‘উত্তরে’ কল্পতরু মমতা
এর আগে ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট-এর দিন ঘোষণা করেছিল পর্ষদ৷ পরে সেই তারিখ পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়৷ কেন টেট পরীক্ষার দিন আচমকা বদল করা হয়েছে, সেই নিয়ে পর্ষদের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি বলে সূত্রের খবর। তবে পর্ষদ সূত্রে খবর, প্রস্তুতির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই এই পলিসিগত এই। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন, এই সিদ্ধান্তটি পুরোপুরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ১২ তারিখই নগদ ৫ হাজার টাকা ঢুকছে ব্যাঙ্কে! আলিপুরদুয়ার থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুযোগ?
জানা গিয়েছে, ব্রিগেডে বৃহস্পতিবার গীতাপাঠের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিক নেতা। থাকবেন আরএসএসের অনেকেই। যদিও বিজেপির জানিয়েছে, তারা এই অনুষ্ঠানের আয়োজন করেনি। অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের তরফে ১ লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের ডাক দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 11, 2023 12:34 PM IST