Mamata Banerjee: ১২ তারিখই নগদ ৫ হাজার টাকা ঢুকছে ব্যাঙ্কে! আলিপুরদুয়ার থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুযোগ?

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেক বছর কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার৷ বছরে ২ দফায় এই টাকা দেওয়া হয়৷ আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচন নিয়ে তেমন সরাসরি কোনও বার্তা নয়৷ রবিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে পাহাড়ের সাধারণ মানুষদের সামনে আরও একবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার কথাই বিস্তারিত ভাবে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায় ঘুরে ফিরে এল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রীর মতো প্রকল্পের কথা৷ এ দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ১২ ডিসেম্বর নগদ ৫ হাজার টাকা পেতে চলেছেন প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেক বছর কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার৷ বছরে ২ দফায় এই টাকা দেওয়া হয়৷ আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: মোদিকে তিন দিন ‘সময় দিলেন’ মমতা! কাজ না হলেই…এবার সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর! আবারও দিল্লিতে ধর্না?
কয়েকদিন আগের এই অসময়ের বৃষ্টিতে বহু কৃষকেরই জমির ফসল নষ্ট হয়েছে৷ মমতা জানান, যাঁদের জমির ফসল এই বৃষ্টিতে নষ্ট হয়েছে, যাঁদের শস্যবিমা করা রয়েছে তাঁরা সকলেই টাকা পাবেন৷ দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে৷ পরিষেবা প্রদান করা হবে ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে।
advertisement
advertisement
আরও পড়ুন: অস্ত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতা! বাঙালির লাল পাড় সাদা শাড়িতে ‘রণংদেহী’ মহুয়ার হুঙ্কার, ‘…তােদের চিতা আমি তুলবোই!’
এদিনের সরকারি পরিষেবা দেওয়ার মঞ্চ থেকে আলিপুরদুয়ার জেলার ৬ হাজার মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হয়। তবে পরবর্তীকালে মোট ২৬ হাজার মানুষকে, চা বাগানের সব শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথাও এই মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চা শ্রমিকদের জমির পাট্টা, চা সুন্দরী প্রকল্পে বাড়ি দেওয়ার সাথে সাথে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ১২ তারিখই নগদ ৫ হাজার টাকা ঢুকছে ব্যাঙ্কে! আলিপুরদুয়ার থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুযোগ?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement