কর্মী অফিসে যত কাপ চা খেয়েছিলেন, চাকরি ছাড়ার পরে ফেরত দিতে হল তার দাম, বসের এমন ব্যবহারে থ' দুনিয়া!

Last Updated:

ঘটনা চিনের আনহুই প্রদেশের। সেখানে দুই কর্মী চাকরি ছেড়েছিলেন। খুবই স্বাভাবিক ঘটনা, আমরা সকলেই ছেড়ে থাকি। কিন্তু পরের ধাপে যা ঘটল, সেটা কোনও মতেই স্বাভাবিক নয়।

কর্মী অফিসে যত কাপ চা খেয়েছিলেন, চাকরি ছাড়ার পরে ফেরত দিতে হল তার দাম, বসের এমন ব্যবহারে থ' দুনিয়া! (Credit- Canva)
কর্মী অফিসে যত কাপ চা খেয়েছিলেন, চাকরি ছাড়ার পরে ফেরত দিতে হল তার দাম, বসের এমন ব্যবহারে থ' দুনিয়া! (Credit- Canva)
বেজিং: মূল প্রসঙ্গে আসার আগে কয়েকজন ডাকসাইটে বসের কথা বলা যাক। সাল ২০০৬। মিরান্ডা প্রিসলে তাঁর জুনিয়রকে কোনও দিনই নিজের নামে ডাকতেন না, যাঁরা তাঁর অধীনে কাজ করত, সবাইকেই তিনি কাজ চালাতেন এমিলি বলে ডেকে। অদ্ভুত এক তাচ্ছিল্য, তাই না? ছবির নাম ডেভিলস ওয়্যার প্রাডা। ২০১১ আর ২০১৪ সালে পরের ধাপে বসেরা কেমন, তা বোঝানোর জন্য স্রেফ ছবির নামই যথেষ্ট- হরিবল বসেস, হরিবল বসেস ২।
২০১৮ সালেও বক্স অফিস কাঁপিয়েছে সেই বিরক্তিকর, হৃদয়হীন, পান থেকে চুন খসলে চাকরি ছাড়ার হুমকি দেওয়া বসের গল্প- সেট ইট আপ। সিনেমার কথা আসছে এ কারণেই, কেন না, তা জীবনেরই দর্পণ কিছুটা হলেও। অন্তত সাউথ চায়না মর্নিং পোস্ট মারফত এবার যে ঘটনার কথা ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে, তা এই তত্ত্ব নতুন করে প্রমাণিত করে।
advertisement
advertisement
ঘটনা চিনের আনহুই প্রদেশের। সেখানে দুই কর্মী চাকরি ছেড়েছিলেন। খুবই স্বাভাবিক ঘটনা, আমরা সকলেই ছেড়ে থাকি। কিন্তু পরের ধাপে যা ঘটল, সেটা কোনও মতেই স্বাভাবিক নয়। অনেক অফিসই তার কর্মীদের জন্য বিনামূল্যে চা-কফির ব্যবস্থা রাখে। এই অফিসেও তা ছিল। এবার যে দুই কর্মী কাজ ছেড়েছেন, বস তাঁদের কাছ থেকে অফিসে থাকার সময়ে তাঁরা যত কাপ চা খেয়েছেন সব মিলিয়ে, তার দাম চেয়ে বসলেন। বিষয়টা মৌখিক স্তরেই সীমিত ছিল না, ওই টাকা আদায়ের জন্য রীতিমতো আইনি চিঠিও ধরিয়েছেন ভদ্রলোক। সেই চিঠি পেয়ে কর্মীরা স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন। সব থেকে বড় কথা, টাকার অঙ্কটাও নেহাত কম নয়। চিনে মদ খাওয়ার প্রবণতা কমাতে হালে জনপ্রিয় হয়েছে দুধ-চা, তার দাম যেতে পারে ৯০ থেকে ২৮৮ ইউয়ান পর্যন্ত, ভারতীয় মুদ্রায় ১০০০-২৯০০ টাকা।
advertisement
যাই হোক, কর্মীরা গুণে গুণে ১৭ হাজার ইউয়ান অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন, এ নিয়ে মামলা লড়ে সময় নষ্ট করতে যাননি। তবে ঘটনা তাঁরা ফলাও করে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই বিশ্ব এখন তাঁদের বসের নিন্দায় পঞ্চমুখ। বস কী বলছেন? ভদ্রলোক দোষ চাপিয়েছেন তাঁর প্রেমিকার ঘাড়ে, ওই মহিলার জেদেই না কি আইনি নোটিস পাঠানো হয়েছিল, দাবি তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কর্মী অফিসে যত কাপ চা খেয়েছিলেন, চাকরি ছাড়ার পরে ফেরত দিতে হল তার দাম, বসের এমন ব্যবহারে থ' দুনিয়া!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement