Weekly Horoscope: রাশিফল ১১-১৭ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে এই সপ্তাহ

Last Updated:
সবার মনেই উঁকি দিয়ে যায় সেই অমোঘ প্রশ্ন- কেমন কাটবে সপ্তাহটা? দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কী বলছে জ্যোতিষের গণনা।
1/13
নতুন সপ্তাহ ইতিমধ্যেই জীবনে তার গতির ছাপ ফেলতে শুরু করেছে, শুরু হয়ে গিয়েছে দৈনন্দিন কর্মব্যস্ততা। এরই মাঝে প্রায় সবার মনেই উঁকি দিয়ে যায় সেই অমোঘ প্রশ্ন- কেমন কাটবে সপ্তাহটা? দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কী বলছে জ্যোতিষের গণনা।
নতুন সপ্তাহ ইতিমধ্যেই জীবনে তার গতির ছাপ ফেলতে শুরু করেছে, শুরু হয়ে গিয়েছে দৈনন্দিন কর্মব্যস্ততা। এরই মাঝে প্রায় সবার মনেই উঁকি দিয়ে যায় সেই অমোঘ প্রশ্ন- কেমন কাটবে সপ্তাহটা? দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কী বলছে জ্যোতিষের গণনা।
advertisement
2/13
 মেষ- এই সপ্তাহ নানা সুযোগ নিয়ে আসছে, ব্যক্তিগত সম্পর্কে সদর্থক বদল আসবে, ঝুঁকির ভয় থাকলেও বিনিয়োগের মাধ্যমে আর্থিক অগ্রগতি সম্ভব।
মেষ- এই সপ্তাহ নানা সুযোগ নিয়ে আসছে, ব্যক্তিগত সম্পর্কে সদর্থক বদল আসবে, ঝুঁকির ভয় থাকলেও বিনিয়োগের মাধ্যমে আর্থিক অগ্রগতি সম্ভব।
advertisement
3/13
বৃষ- এই সপ্তাহ অনিশ্চয়তার মধ্যে কাটলেও আর্থিক দিকে লাভ হবে, অর্থাৎ মুষড়ে না পড়ে একমনে নিজের কাজ চালিয়ে গেলে সাফল্য হস্তাগত হবে।
বৃষ- এই সপ্তাহ অনিশ্চয়তার মধ্যে কাটলেও আর্থিক দিকে লাভ হবে, অর্থাৎ মুষড়ে না পড়ে একমনে নিজের কাজ চালিয়ে গেলে সাফল্য হস্তাগত হবে।
advertisement
4/13
মিথুন- জীবনে পরিবর্তনের সূচনা হতে চলেছে, চাকরি বদলের সম্ভাবনা আছে, তবে তার আগে কী লাভ করা দরকার সেই বিষয়ে সব কিছু স্পষ্ট করে নিতে হবে।
মিথুন- জীবনে পরিবর্তনের সূচনা হতে চলেছে, চাকরি বদলের সম্ভাবনা আছে, তবে তার আগে কী লাভ করা দরকার সেই বিষয়ে সব কিছু স্পষ্ট করে নিতে হবে।
advertisement
5/13
কর্কট- কোনও কিছুই ঠিক থাকবে না, পদে পদে বাধার মুখে পড়তে হবে আর এর মধ্যে দিয়েই আত্মবিশ্বাস বাড়বে, নিজস্ব কিছু করার কথা ভাবার সময় এবার এসেছে।
কর্কট- কোনও কিছুই ঠিক থাকবে না, পদে পদে বাধার মুখে পড়তে হবে আর এর মধ্যে দিয়েই আত্মবিশ্বাস বাড়বে, নিজস্ব কিছু করার কথা ভাবার সময় এবার এসেছে।
advertisement
6/13
সিংহ- জীবনে আনন্দ এবং শান্তি আসবে, তবে সপ্তাহটি কাটবে কঠোর পরিশ্রমের মধ্যে, সেটাই জীবনে অগ্রগতির সূচনা করবে, ব্যক্তিগত সম্পর্ক সুখদায়ক হবে।
সিংহ- জীবনে আনন্দ এবং শান্তি আসবে, তবে সপ্তাহটি কাটবে কঠোর পরিশ্রমের মধ্যে, সেটাই জীবনে অগ্রগতির সূচনা করবে, ব্যক্তিগত সম্পর্ক সুখদায়ক হবে।
advertisement
7/13
কন্যা- এই সপ্তাহে জীবন থেকে অেক নতুন কিছু শেখার আছে, অতীতের অভিজ্ঞতা ভবিষ্যের উন্নতির সহায়ক হয়ে উঠবে তা ভুললে চলবে না, তাকে কাজে লাগাতে হবে।
কন্যা- এই সপ্তাহে জীবন থেকে অেক নতুন কিছু শেখার আছে, অতীতের অভিজ্ঞতা ভবিষ্যের উন্নতির সহায়ক হয়ে উঠবে তা ভুললে চলবে না, তাকে কাজে লাগাতে হবে।
advertisement
8/13
তুলা- এই সপ্তাহ নিজের দিকে তাকানোর অবসর করে দেবে, ভুল হতেই পারে, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, জীবন পরিপূর্ণ হয়ে উঠবে এর মধ্যে দিয়েই।
তুলা- এই সপ্তাহ নিজের দিকে তাকানোর অবসর করে দেবে, ভুল হতেই পারে, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, জীবন পরিপূর্ণ হয়ে উঠবে এর মধ্যে দিয়েই।
advertisement
9/13
বৃশ্চিক- চারপাশের মানুষদের সঙ্গে সময় ভাল কাটবে, তবে সব কিছুর রাশ রাখতে হবে নিজের হাতে, তাহলেই একমাত্র কাঙ্ক্ষিত পথে সব কাজ পূর্ণ হবে, সাফল্য মিলবে।
বৃশ্চিক- চারপাশের মানুষদের সঙ্গে সময় ভাল কাটবে, তবে সব কিছুর রাশ রাখতে হবে নিজের হাতে, তাহলেই একমাত্র কাঙ্ক্ষিত পথে সব কাজ পূর্ণ হবে, সাফল্য মিলবে।
advertisement
10/13
ধনু- অপ্রত্যাশিত সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে এই সপ্তাহে, তবে সঠিক সুযোগ চিনে তা কাজে লাগালে তবেই আর্থিক প্রাপ্তির ভাঁড়ার উপচে উঠবে।
ধনু- অপ্রত্যাশিত সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে এই সপ্তাহে, তবে সঠিক সুযোগ চিনে তা কাজে লাগালে তবেই আর্থিক প্রাপ্তির ভাঁড়ার উপচে উঠবে।
advertisement
11/13
মকর- এই সপ্তাহে অল্প আয়াসেই কার্যসিদ্ধ হবে, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিজের মত প্রতিষ্ঠার সুযোগ মিলবে, কর্মক্ষেত্রে বাধা থাকলেও তা গায়ে লাগবে না।
মকর- এই সপ্তাহে অল্প আয়াসেই কার্যসিদ্ধ হবে, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিজের মত প্রতিষ্ঠার সুযোগ মিলবে, কর্মক্ষেত্রে বাধা থাকলেও তা গায়ে লাগবে না।
advertisement
12/13
কুম্ভ- অপরিমিত উদ্যম এবং প্রাণশক্তি নিয়ে এসেছে এই সপ্তাহ, তার উপযুক্ত প্রয়োগে ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন দুই গুছিয়ে নেওয়ার সময় এসেছে।
কুম্ভ- অপরিমিত উদ্যম এবং প্রাণশক্তি নিয়ে এসেছে এই সপ্তাহ, তার উপযুক্ত প্রয়োগে ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন দুই গুছিয়ে নেওয়ার সময় এসেছে।
advertisement
13/13
মীন- বহু কাঙ্ক্ষিত সাফল্যের পথে নিজেকে কীভাবে নিয়ে যেতে হয়, তা এই সপ্তাহ শেখাবে, এ ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উপেক্ষা করলে চলবে না। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মীন- বহু কাঙ্ক্ষিত সাফল্যের পথে নিজেকে কীভাবে নিয়ে যেতে হয়, তা এই সপ্তাহ শেখাবে, এ ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উপেক্ষা করলে চলবে না। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement