#ছত্তিশগড়: মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বুধবার বিধানসভা ছত্তিশগড় (Chattisgarh) বাজেট ২০২২-২৩ পেশ করেছেন৷ কিন্তু এই রাজ্য বাজেট পেশ ভাইরাল হয়ে গেছে৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাল নিউজ (Viral News)৷ পাশাপাশি তাঁর বাজেট পেশ করতে আসার ভিডিও- এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ ভিডিওতে দেখা যাচ্ছে প্রথা মেনেই ব্রিফকেস হাতে আসছেন - কিন্তু মুখ্যমন্ত্রী বঘেলের হাতে ধরা ব্রিফকেসটি গোবরের তৈরি৷
এই গোবরের তৈরি ব্রিফকেসের জন্যেই ভাবেন যদি এটি ভাইরাল নিউজ তাহলে খবরের অর্ধেকটা জানলেন শুধু৷ গোবরের বানানো ব্রিফকেসের ওপর লেখা রয়েছে ‘গোময় বসতে লক্ষ্মী’৷ যার অর্থ গোবরে মা লক্ষ্মীর বাস৷ দেশে প্রথমবার এমন হয়েছে যখন কোনও মুখ্যমন্ত্রী গোবরের তৈরি ব্রিফকেস নিয়ে বাজেট পেশ করলেন৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
সাধারণত মুখ্যমন্ত্রীরা চামড়া বা জুটের বানানো ব্রিফকেস নিয়েই বাজেট পেশ করতে যান প্রতি বছর৷ এই ব্রিফকেস রায়পুরের গোকুল ধাম গোঠে কর্মরত স্বনির্ভর মহিলা গোষ্ঠী বানিয়েছে৷
আরও পড়ুন - Ind W vs NZ W: কাজে এল না হরমনপ্রীত-মিতালির লড়াই, বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হার
নগর নিগম রায়পুর গোকুল ধাম গোঠের কর্মরত স্বনির্ভর মহিলা গোষ্ঠী ‘এক পহল’ -র মেয়েরা গোবর এবং অন্য সব জিনিস দিয়ে এই ব্রিফকেস বানিয়েছেন৷ এই ব্রিফকেসে মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বিধানসভায় বাজেট পেশ করেছেন৷ এই ব্রিফকেস গোবর পাউডার, চুন, কাঠ এবং দেশীয় আঠা দিয়ে বানানো৷
দশ দিনের কঠিন পরিশ্রমের পর এটা তৈরি করা হয়েছে৷ বাজেটের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই ব্রিফকেস৷ হ্যান্ডেল ও কোনাগুলি বস্তার কারিগরি দিয়ে সাজানো হয়েছে৷
গোবরকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়
ছত্তিশগড়ে স্থানীয়ভাবে এটা মানা হয় মা লক্ষ্মীর প্রতীক গোবর৷ ছত্তিশগড়ের তিজ উৎসবে গোবর লাগানোর পরম্পরা পালন করা হয়৷এর থেকে অনুপ্রেরণা পেয়েই এই ভাবে গোবরের ব্রিফকেস বানানো হয়েছে৷
২০২১ সালে ছত্তিশগড়ে গোধন ন্যায় যোজনা শুরু হয়েছে৷ এই যোজনায় সরকার পশুপালক এবং কৃষকদের গরুর থেকে গোবর কিনে নেয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh, Viral Video