Viral Dance Video: নাচ বোলে তো অ্যায়সা! বন্ধুর বিয়েতে পাঁইপাঁই করে রড বেয়ে উঠে তুমুল নাচ বন্ধুর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: ‘আপনি যদি বন্ধুর বিয়েতে এভাবে নাচতে না পারেন, তাহলে যাবেন না।’ বিয়েতে নাচের ভিডিওতে কেঁপে গেল সোশ্যাল মিডিয়া৷
নয়াদিল্লি: বিয়ে যে কোনও দুটি প্রাপ্তবয়স্ক, প্রাপ্তমনস্ক মানুষের জন্য জীবনের একটি বড় মাইলস্টোন৷ তাই প্রতিটি দম্পতিই চান নিজেদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইভেন্টটিকে একেবারে বিশেষ করে রাখতে৷ বিয়ের দিনে   যখন সবাই কেবল তাঁদের দেখতে চায়।  বিয়েতে, আত্মীয় এবং বন্ধুদের চোখ বর এবং কনের দিকেই থাকে৷  তাঁদের পোশাক থেকে শুরু করে তাদের ফটোগ্রাফি এবং নাচের পারফরম্যান্স সব নিয়েই চলে আলোচনা৷ আলোর ঝলকানির কেন্দ্রবিন্দুতে থাকা দুটি মানুষের দিনটি হয়ে ওঠে বিশেষ৷ তবে  বিয়েবাড়ির ঝলকানি আরও খানিকটা বেড়ে যায় যখন নাচ-গানের আসর জমে ওঠে৷  বর-কনের বন্ধুদের নাচ না থাকলে কোনও লাভ নেই।
সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বরের চেয়ে  বন্ধু বেশি  লাইমলাইট পাচ্ছে। এখন বিয়েতে নাগিন নাচ, মোরগ নাচ এমনকি গুটখা নাচ পপুলারিটি পাচ্ছে।  তবে  সোশ্যাল মিডিয়া কাঁপানো এই ভিডিও নাচটি দেখাতে যাচ্ছি তা এগুলো থেকে আলাদা। ব্যক্তিটি  একটি পাইপের রড বেয়ে পাঁইপাঁই করে উঠে চলেছেন৷  ৯০-র দশকের পপুলার  জুম্মা-চুম্মা গানে ধামাল ডান্স করছেন৷ রইল ভাইরাল ভিডিও
advertisement
advertisement
advertisement
ঝুমা চুমা দে দে… তাতে ঝমাঝম ডান্স
ভাইরাল হওয়া ভিডিওতে, দেখতে পাওয়া যাচ্ছে এক  ব্যক্তি নিজেই বিয়ের হলের মধ্যে রাখা  একটি পাইপ বেয়ে উঠে পড়ছেন৷ অমিতাভ বচ্চনের বিখ্যাত গান ‘ঝুমা-চুম্মা দে দে’-তে নাচছেন। হাম সিনেমায় অমিতাভ বচ্চনের স্টাইলে নাচছেন এবং লোকেরা তাঁকে এত পছন্দ করছে  যে হল  হাততালি এবং হুইশিলে ফেটে পড়ছে। সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসা এই ব্যক্তি সব লাইম লাইট ছিনিয়ে নিয়েছেন। বর ছাড়া অন্য অতিথিরাও তাঁর নাচ উপভোগ করছে।
advertisement
আরও পড়ুন – Health Benefit: নারকেলে লুকিয়ে গুণের খাজানা! কোলেস্টোরেল বাগে রাখা থেকে এনার্জির ভাণ্ডার রোজ রাখুন পাতে
ভিডিও ভাইরাল
ভিডিওটি @vinayyadav56 নামের আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত, ১.২ কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন, যখন ৭ লক্ষেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। ভিডিওটির সাথে ক্যাপশনটি হল – ‘আপনি যদি বন্ধুর বিয়েতে এভাবে নাচতে না পারেন, তাহলে যাবেন না।’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2024 5:46 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Dance Video: নাচ বোলে তো অ্যায়সা! বন্ধুর বিয়েতে পাঁইপাঁই করে রড বেয়ে উঠে তুমুল নাচ বন্ধুর


