Viral Bride Groom Video: তর সইল না আর! বিয়ের আগেই বর এ কী করে বসলেন কনের সঙ্গে? তুমুল Viral ভিডিও

Last Updated:

Viral Bride Groom Video: তুমুল ভাইরাল এই ভিডিওটি কয়েক হাজার বার দেখা হয়েছে এবং কয়েক হাজার মানুষ লাইক করেছেন অল্প সময়ের মধ্যেই।

বরের কাণ্ড দেখে চক্ষুচড়কগাছ!
বরের কাণ্ড দেখে চক্ষুচড়কগাছ!
কলকাতা: সোশ্যাল মিডিয়া আজকের যুগে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কখন কী দেখতে হবে তা কেউ বলতে পারে না। তবে বিয়ে সংক্রান্ত ভিডিও (Viral Bride Groom Video) এখানে সবচেয়ে বেশি দেখা এবং আপলোড করা হয় এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আর এইসব ভিডিওগুলির বেশিরভাগ এতটাই মজাদার যে দেখলে হাসি থামানো কঠিন হয়ে যায়।
advertisement
এমনই একটি মজার ভিডিও (Viral Bride Groom Video)  এখন খুব বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিওটি বর-কনের একটি বিশেষ মুহূর্তের ভিডিও (Viral Video)। সেখানে দেখা যাচ্ছে এমন একটি কাজ করেছেন বর যা দেখে অতিথিরা হেসে গড়িয়ে পড়েছেন। তুমুল ভাইরাল এই ভিডিওটি   (Shadi Video)কয়েক হাজার বার দেখা হয়েছে এবং কয়েক হাজার মানুষ লাইক করেছেন অল্প সময়ের মধ্যেই।
advertisement
ভাইরাল এই ভিডিওতে (Viral Bride Groom Video)  দেখা যায়, বরযাত্রীদের দল বিয়ের জন্য প্রস্তুত ব্যাঙ্কোয়েট হলে এসে সবে দাঁড়িয়েছে। ইতিমধ্যে হলে এসে পৌঁছে গিয়েছেন কনেও। কনের প্রবেশের পরে তিনি একটি সুদৃশ চেয়ারে বসে আছেন। অন্যদিকে বিয়ে সংক্রান্ত আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। কিন্তু এরইমধ্যে ভিডিও  (Viral Video) ক্যামেরার সামনে এমন কিছু কাণ্ড  (Shadi Video) ঘটে যা দেখে হাসির রোল ওঠে গোটা ব্যাঙ্কোয়েট হল জুড়ে।
advertisement
advertisement
ব্যাঙ্কোয়েট হলে কনের মুখ দেখার জন্য বর ঘোমটা তোলার চেষ্টা করলেই সবাই তাঁকে আওয়াজ দিতে শুরু করে দেয়। আর বর বাবাজিও নাছোড়বান্দা। কিছুতেই ঘোমটা না খুলে তিনি বিয়ের মণ্ডপে পা রাখবেন না। ওইদিকে কনের বাড়ির লোকেরাও সমানে হাসি তামাশা করতে শুরু করেন বরের এই কাণ্ড দেখে (Shadi Video)।
advertisement
এরপরে দেখা যায়, বর ঘোমটা ওঠানোর সঙ্গে সঙ্গেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে কেউ বলে ওঠেন– "এবারে একটু স্বস্তি… " অন্য একজন বরকে বলেন আবেগপ্রবণ না হতে। ভিডিওতে  (Viral Video) এই দৃশ্যটি দেখাই কিন্তু ছিল সবচেয়ে মজার। ঘোমটা সরাতেই কনেও যে লজ্জায় কোথায় মুখ লুকোবেন বুঝতে পারছেন না।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Bride Groom Video: তর সইল না আর! বিয়ের আগেই বর এ কী করে বসলেন কনের সঙ্গে? তুমুল Viral ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement