Astrology | Love And Relation: যৌন আকর্ষণ প্রবল? হাসিতেই জিতে নেবে মন? মুখের গঠন বলে দেবে স্বভাব থেকে ভবিষ্যৎ!

Last Updated:
Astrology | Love And Relation: সমুদ্রশাস্ত্র অনুযায়ী, ব্যক্তির মুখ থেকে তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা যায়। এই শাস্ত্র অনুযায়ী, মুখের গঠন দেখে ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন আপনিও।
1/8
কথায় বলে মুখ হল মনের আয়না। মুখ দেখেই বলে দেওয়া যায় মানুষের মনে কী চলছে। কিন্তু বাস্তবে কী তা সত্যি? সমুদ্র শাস্ত্রে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। জ্যোতিষ মতে, যে কোনও ব্যক্তির ভবিষ্যৎ জীবনের এমনকি ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাঁর মুখের গঠন। মনে করা হয় ব্যক্তির স্বভাবের অনুরূপ তাঁর মুখ গঠন হয়ে থাকে।
কথায় বলে মুখ হল মনের আয়না। মুখ দেখেই বলে দেওয়া যায় মানুষের মনে কী চলছে। কিন্তু বাস্তবে কী তা সত্যি? সমুদ্র শাস্ত্রে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। জ্যোতিষ মতে, যে কোনও ব্যক্তির ভবিষ্যৎ জীবনের এমনকি ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাঁর মুখের গঠন। মনে করা হয় ব্যক্তির স্বভাবের অনুরূপ তাঁর মুখ গঠন হয়ে থাকে।
advertisement
2/8
জ্যোতিষ মতে, যে কোনও ব্যক্তির ভবিষ্যৎ জীবনের এমনকি ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাঁর মুখের গঠন। মনে করা হয় ব্যক্তির স্বভাবের অনুরূপ তাঁর মুখ গঠন হয়ে থাকে।
জ্যোতিষ মতে, যে কোনও ব্যক্তির ভবিষ্যৎ জীবনের এমনকি ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাঁর মুখের গঠন। মনে করা হয় ব্যক্তির স্বভাবের অনুরূপ তাঁর মুখ গঠন হয়ে থাকে।
advertisement
3/8
সমুদ্রশাস্ত্র অনুযায়ী, ব্যক্তির মুখ থেকে তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা যায়। এই শাস্ত্র অনুযায়ী, মুখের গঠন দেখে ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন আপনিও। তাঁর ভবিষ্যৎ জীবনের ইঙ্গিতও দেয় মুখের গঠন। মনে করা হয়, ব্যক্তির স্বভাবের অনুরূপ তাঁর মুখ গঠন করে থাকেন ঈশ্বর।
সমুদ্রশাস্ত্র অনুযায়ী, ব্যক্তির মুখ থেকে তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা যায়। এই শাস্ত্র অনুযায়ী, মুখের গঠন দেখে ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন আপনিও। তাঁর ভবিষ্যৎ জীবনের ইঙ্গিতও দেয় মুখের গঠন। মনে করা হয়, ব্যক্তির স্বভাবের অনুরূপ তাঁর মুখ গঠন করে থাকেন ঈশ্বর।
advertisement
4/8
১) গোল মুখ যে জাতকদের মুখ গোল, তাঁরা অত্যন্ত হাসিখুশি থাকতে ভালোবাসেন। জীবনের যে কোনও পরিস্থিতিতে ইতিবাচক মনোভব পোষণ করতে পারেন এই জাতকরা। রোমাঞ্চকর জীবন কাটাতে ভালোবাসেন গোল মুখের জাতকরা। খাঁটি ভালোবাসার খোঁজে থাকেন তাঁরা।
১) গোল মুখ যে জাতকদের মুখ গোল, তাঁরা অত্যন্ত হাসিখুশি থাকতে ভালোবাসেন। জীবনের যে কোনও পরিস্থিতিতে ইতিবাচক মনোভব পোষণ করতে পারেন এই জাতকরা। রোমাঞ্চকর জীবন কাটাতে ভালোবাসেন গোল মুখের জাতকরা। খাঁটি ভালোবাসার খোঁজে থাকেন তাঁরা।
advertisement
5/8
২. পাতলা মুখ যে জাতকদের মুখ পাতলা, তাঁরা সাধারণত খিটখিটে মেজাজের হন। তাঁদের মানসিকতা নেতিবাচক চিন্তাভাবনায় বেশি আবিষ্ট থাকে। যে কোনও পরিস্থিতিতে চিন্তিত থাকেন এই জাতকরা। কারও সাহায্যে জীবনে সাফল্য অর্জন করেন এই জাতকরা। প্রেম সম্পর্কে খুব একটা বিশ্বাসী নন তাঁরা।
২. পাতলা মুখ যে জাতকদের মুখ পাতলা, তাঁরা সাধারণত খিটখিটে মেজাজের হন। তাঁদের মানসিকতা নেতিবাচক চিন্তাভাবনায় বেশি আবিষ্ট থাকে। যে কোনও পরিস্থিতিতে চিন্তিত থাকেন এই জাতকরা। কারও সাহায্যে জীবনে সাফল্য অর্জন করেন এই জাতকরা। প্রেম সম্পর্কে খুব একটা বিশ্বাসী নন তাঁরা।
advertisement
6/8
৩. লম্বা মুখ লম্বা মুখের জাতকরা আবার অন্যদের থেকে অনেকটাই আলাদা হন। সফল ব্যক্তি হিসেবে জীবন কাটাতে চান এই জাতকরা। সমুদ্র শাস্ত্র মতে, এই জাতকরা খুব সহজে সাফল্য লাভ করেন। প্রেমের খোঁজেই জীবন কাটিয়ে দেন তাঁরা।
৩. লম্বা মুখ লম্বা মুখের জাতকরা আবার অন্যদের থেকে অনেকটাই আলাদা হন। সফল ব্যক্তি হিসেবে জীবন কাটাতে চান এই জাতকরা। সমুদ্র শাস্ত্র মতে, এই জাতকরা খুব সহজে সাফল্য লাভ করেন। প্রেমের খোঁজেই জীবন কাটিয়ে দেন তাঁরা।
advertisement
7/8
৪. চওড়া মুখ আবার যে জাতকদের মুখ চওড়া হয়, তাঁরাসাধারণত বড় হৃদয়ের মানুষ হন। মিথ্যে বলতে পারেন না এঁরা। আবেগপ্রবণ হন এবং ছোটোখাটো কথায় সহজেই কেঁদে ফেলেন। একাধিক প্রেম সম্পর্কে জড়িয়ে থাকেন এই জাতকরা। তবে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হন না এই জাতকরা।
৪. চওড়া মুখ আবার যে জাতকদের মুখ চওড়া হয়, তাঁরাসাধারণত বড় হৃদয়ের মানুষ হন। মিথ্যে বলতে পারেন না এঁরা। আবেগপ্রবণ হন এবং ছোটোখাটো কথায় সহজেই কেঁদে ফেলেন। একাধিক প্রেম সম্পর্কে জড়িয়ে থাকেন এই জাতকরা। তবে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হন না এই জাতকরা।
advertisement
8/8
৫. ডিম্বাকৃতি মুখ যে জাতক-জাতিকার মুখ ডিম্বাকৃতি ধরণের সেই ব্যক্তি অত্যন্ত কামুক প্রবৃত্তির হন। নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলতে ভালোবাসেন তাঁরা। আনন্দের সঙ্গে জীবন কাটাতে ভালোবাসেন এই জাতকরা। কিন্তু প্রেম সম্পর্কে অনেক সময়ই প্রতারিত হন তাঁরা।
৫. ডিম্বাকৃতি মুখ যে জাতক-জাতিকার মুখ ডিম্বাকৃতি ধরণের সেই ব্যক্তি অত্যন্ত কামুক প্রবৃত্তির হন। নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলতে ভালোবাসেন তাঁরা। আনন্দের সঙ্গে জীবন কাটাতে ভালোবাসেন এই জাতকরা। কিন্তু প্রেম সম্পর্কে অনেক সময়ই প্রতারিত হন তাঁরা।
advertisement
advertisement
advertisement