৬০০০০ টাকা মূল্যের পাটের পালাজো ! শুনে নেটিজেনদের মাথায় হাত

Last Updated:

শেলমি নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি দেখাচ্ছেন একটি পাটের তৈরি পালাজোর দাম ৬০০০০ টাকা। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে একটি পাটের পালাজোর এই অযৌক্তিক উচ্চ দামের ব্যাপারটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। video of jute palazo priced at 60000 gone viral

একবিংশ শতাব্দীর আধুনিক যুগে অবশ্যই ট্রেন্ডি জিনিসের ওপর মানুষের ঝোঁক বেশি থাকে। জামাকাপড় , জুতো থেকে শুরু করে সাজগোজের জিনিসপত্র সবকিছুতেই এখন আধুনিক ফ্যাশনের ছোঁয়া। ভিন্ন মানুষের কাছে ফ্যাশনের ভূমিকা ভিন্ন। কেউ আড়ম্বরপূর্ণ জিনিসপত্র বেশি পছন্দ করেন কেউ আবার হালকা সাজের পক্ষপাতি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে সম্প্রতি এমন একটি পোষাকের ছবি তুলে ধরা হয়েছে যার মূল্য আকাশ ছোঁয়া। শেলমি নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি দেখাচ্ছেন একটি পাটের তৈরি পালাজোর দাম ৬০০০০ টাকা। প্যান্টের একটি পায়ে একটি প্রিন্ট এবং কোমরে একটি কালো স্ট্রিং রয়েছে। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে একটি পাটের পালাজোর এই অযৌক্তিক উচ্চ দামের ব্যাপারটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
advertisement
পাটের উপাদান দিয়ে তৈরি কোন পালাজোর দাম এতো বেশি কি করে হতে পারে এর পিছনে কোন যুক্তি খুঁজে পাননি ওই ব্যবহারকারী এবং নেটপাড়ার মানুষরা। অত্যাধিক দামে এমন সব উদ্ভট জামাকাপড়ের ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল যা ইন্টারনেটে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছিল। এটা অস্বীকার করা যাই না যে পৃথিবীতে এমন হাতেগোনা মানুষ আছেন যারা বেশি মূল্যের সামান্য জিনিষ সহজেই ক্রয় করতে পারেন কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলো শুধুমাত্র কল্পনা ছাড়া আর কিছুই নয়। গুণমানের দিক দিয়ে দেখতে গেলেও কোন পাটের তৈরি পালাজোর এতো দাম হওয়াটা মানুষের জ্ঞান বুদ্ধির বাইরে। ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজের ফলোয়ারদের এই পোষাকের দামটি দেখানোর জন্য দামের ট্যাগে জুম করে দেখিয়েছেন।
advertisement
ওই প্যান্টটিতে হিন্দিতে 'বোরি' বলে লেখা আছে বলে মনে করা হচ্ছে যে এটি পাট দিয়ে তৈরি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে এখনও অবধি ৭১৪,৮৫২ লাইকস অর্জন করেছে ।
নেটিজেনরা ভিডিওটি দেখার পর নিজেদের প্রতিক্রিয়া মন্তব্য বিভাগে পোস্ট করেছেন এবং কিছু কিছু ব্যবহারকারী এই উচ্চদামের পাটের পালাজোকে নিয়ে রসিকতাও করেছেন।
advertisement
লাক্সারি লেবেল গুচি নামে চীনের একটি কোম্পানি গত বছর ১১,১০০ ইউয়ান অর্থাৎ ১.৩ লক্ষ টাকাতে একটি ছাতা বিক্রি করেছিল। ভিডিওটি শেয়ার হওয়ার পর চিনে দারুণভাবে ভাইরাল হয়েছিল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৬০০০০ টাকা মূল্যের পাটের পালাজো ! শুনে নেটিজেনদের মাথায় হাত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement