দেখুন: ইন্দোরে ট্রাফিক পুলিশকে গাড়ির বনেটে ৪ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল
- Published by:Brototi Nandy
Last Updated:
ট্রাফিক হেড কনস্টেবল গাড়ি চালানোর সময় চালককে মোবাইল ফোনে কথা বলতে দেখে গাড়ি থেকে নামিয়ে দেন। সেই নিয়েই সমস্যার শুরু। car driver in indore drag constable
ইন্দোর : এই ভাইরাল ভিডিওটিতে একজন কনস্টেবল বনেটে শুয়ে থাকা সত্বেও অভিযুক্তকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে দেখা যায় অন্তত ৪ কিলোমিটার অবধি। শুধু তাই নয় , চালককে থামাবার জন্য একজন পুলিশকে গাড়ির পিছনে ছুটতেও দেখা যায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। একজন গাড়ি চালককে মোবাইল ফোনে কথা বলতে বাধা দেওয়ার জন্য চালককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং জরিমানা দিতে বলা হয়। তাতে অভিযুক্ত আরো রেগে যান এবং গাড়ি না থামিয়ে পালাতে চান। সেই সময় ৫০ বছর বয়সী একজন ট্রাফিক হেড কনস্টেবল শিব সিং চৌহান বনেটের উপর লাফিয়ে পড়েন এবং গাড়ির বনেটে শুয়ে পড়েন । সেই অবস্থায় ৪ কিলোমিটার অবধি গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য একজন কনস্টেবল গাড়ির পিছনে ছুতে তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও কোন লাভ হয় না। ভিডিওটি এখানে দেখুন।
#WATCH मध्य प्रदेश: इंदौर में एक कार चालक ने एक ट्रैफिक सिपाही को कार के बोनट पर घसीटा। वीडियो CCTV का है। pic.twitter.com/V4I0lov8Xv
— ANI_HindiNews (@AHindinews) December 12, 2022
advertisement
গাড়িটিকে থামাতে এবং চালককে হেফাজতে নিতে পুলিশকে গাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলতে হয়। জানা গেছে যে গোয়ালিয়রের বাসিন্দা এই অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল এবং একটি রিভলভারও উদ্ধার করা হয়েছে।
advertisement
শেষ অবধি গাড়ির চালককে গ্রেফতার করা হয়। ভিডিওটি শেয়ার করার পর ভাইরাল হয়ে গেছিল।
Location :
First Published :
December 22, 2022 1:52 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেখুন: ইন্দোরে ট্রাফিক পুলিশকে গাড়ির বনেটে ৪ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল