Vande Bharat Sleeper 1st Ride Review: প্রথম দিনেই যা অবস্থা বন্দে ভারতের...মেঝের উপরে পড়ে চা-এর কাপ, প্লাস্টিক! ‘ওয়ার্ল্ড ক্লাস ট্রেনে’র মেনুটা শুনুন

Last Updated:

উল্লেখ্য, ট্রেনটি রুটের উপর ভিত্তি করে স্থানীয় খাবার পরিবেশন করবে: গুয়াহাটি থেকে শুরু হওয়া যাত্রায় অসমীয়া খাবার এবং কলকাতা থেকে শুরু হওয়া ট্রেনে বাঙালি খাবার। যেহেতু এটি মূলত একটি রাতের পরিষেবামূলক ট্রেন, তাই রাতের খাবারের পরে সকালের চা দেওয়া হবে।

News18
News18
নয়াদিল্লি: গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছে হাওড়া- কামাক্ষ্যা জাংশন (গুয়াহাটি) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস৷ আজ, মঙ্গলবার, ২০ জানুয়ারি বাণিজ্যিক ভাবে এই ট্রেনের টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই সামনে এসেছে বন্দে ভারত স্লিপারের প্রথম যাত্রার রিভিউ৷
যাত্রা শুরু হওয়ার পর থেকে একাধিক ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় জানা যাচ্ছে, প্রথাগত ট্রেন থেকে দেখার নিরিখে অনেকটাই আলাদা এই বন্দে ভারত স্লিপার৷ পরিষেবার দিক থেকে অনেকটাই বিমান সফরের মতো অভিজ্ঞতার স্বাদ পাবেন এই ট্রেনের যাত্রীরা৷ তবে তার পাশাপাশি, প্রথম সফরের পরেই এমন কিছু ভিডিও সামনে এসেছে, যা চূড়ান্ত লজ্জার৷ প্রথম দিনেই যা অবস্থা বন্দে ভারত স্লিপারের অন্দরমহলের, তা বলার নয়!
advertisement
advertisement
একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ওমন ঝাঁ চকচকে ট্রেনের ফ্লোরে পড়ে রয়েছে চায়ের ফাঁকা কাপ এবং অন্যান্য প্যাকেট৷ যেখানের কোচের মধ্যেই ডাস্টবিন ইনস্টল করা রয়েছে৷ ওই ভিডিওর ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন, ‘ট্রেন ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু আমাদের সিভিক সেন্স নয়৷’
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Akshay Malhotra (@journeyswithak)

advertisement
অন্য একটি ভিডিওয় দেখা গিয়েছে, প্যান্ট্রি স্টাফেরা ট্রলিকে করে এনে যাত্রীদের স্ন্যাকস এূবং খাবার বিতরণ করছেন৷ ঠিক যেমনটা ফ্লাইটে কেবিন ক্রু’রা করে থাকেন৷ তাঁদের হাতে গ্লাভস থেকেশুরু করে মাথায় হেয়ার নেট সবই রয়েছে৷ তাঁরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট ইউনিফর্ম পরে রয়েছেন৷ ওই ভিডিওতে যাত্রী বলছেন, ‘আমরা বন্দে ভারত স্লিপার ট্রেনে যাচ্ছি৷ খাবার সত্যিই খুব ভাল, আর একদম ফ্লাইটের মতো বিতরণও করা হল৷ নতুন বন্দে ভারতএকেবারে অত্যাধুনিক টেকনোলজিতে তৈরি হয়েছে৷’
advertisement
স্ন্যাকস বক্সের ভিতরে কী আছে?
অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, স্ন্যাকসে ঝুড়িভাজা, সফট ড্রিঙ্ক, কাপকেক, কচুরি, চিনাবাদামের চিক্কি, কাজু বরফি, আর কেচ আপ রয়েছে৷

 

View this post on Instagram

 

A post shared by Akshay Malhotra (@journeyswithak)

advertisement
খাবারের ভিডিও এখানেই থেমে থাকেনি। ফার্স্ট এসিতে ভ্রমণকারী একজন যাত্রী দুপুরের খাবার এবং রাতের খাবারের সময় পরিবেশিত খাবারের একটি বিস্তারিত ভিডিও শেয়ার করেছেন৷ তিনি বলেন, ‘‘ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের একটি জলের বোতল এবং দুপুরের খাবার দেওয়া হয়েছিল। প্যাকেজিং উন্নতমানের৷’’ দুপুরের খাবারে ছিল পোলাও, পরোটা, ডাল, আলু ফুলকপি ভাজা এবং আচার, তারপর মিষ্টির জন্য রসগোল্লা এবং মিষ্টি দই।
advertisement
রাতের খাবারে ছিল আলু ফুলকপি ভাজা, ভাত, মটর পনির, নরম পরোটা, এবং আমের আচার, হলুদ রসগোল্লা এবং দই।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Malhotra (@journeyswithak)

উল্লেখ্য, ট্রেনটি রুটের উপর ভিত্তি করে স্থানীয় খাবার পরিবেশন করবে: গুয়াহাটি থেকে শুরু হওয়া যাত্রায় অসমীয়া খাবার এবং কলকাতা থেকে শুরু হওয়া ট্রেনে বাঙালি খাবার। যেহেতু এটি মূলত একটি রাতের পরিষেবামূলক ট্রেন, তাই রাতের খাবারের পরে সকালের চা দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Vande Bharat Sleeper 1st Ride Review: প্রথম দিনেই যা অবস্থা বন্দে ভারতের...মেঝের উপরে পড়ে চা-এর কাপ, প্লাস্টিক! ‘ওয়ার্ল্ড ক্লাস ট্রেনে’র মেনুটা শুনুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement