যোধপুরে আজব ডেলিভারির ঠিকানা শুধু মানুষ না গুগল ম্যাপকেও হতভম্ব করে দেবে
- Published by:Brototi Nandy
Last Updated:
ডেলিভারি কর্মীদের সুবিধার জন্য ই-কমার্স অ্যাপ্লিকেশনগুলি পার্সেল ডেলিভারি করার সঠিক ঠিকানা এবং অবস্থানের জন্য অনুরোধ করে। কিন্তু ঠিকানার এই রূপ দেখে ডেলিভারি কর্মীর মাথায় হাত। unique address on parcel left everyone shocked
রাজস্থানের যোধপুরে পার্সেল ডেলিভারির একটি ঠিকানা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পার্সেলের উপরে এমন কিছু জিনিস লেখা ছিল যা যে কোন ডেলিভারিকর্মীকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। লেখাটি এখানে তুলে দেওয়া হল -
'ভিখারাম, হরি সিং নগর গিলাকোর গাভ সে ১ কিমি পাহলে রাইট সাইডে আপনে খেত কা গেট হে লোহে কা গেট হে পাস মেরা এক ছোটি ফাটাক হে অউর গেট কে পাস কালা মুঙ্গিয়া ডালা হুয়া হে ওয়াহা আকে ফোন কর দেনা মে সামনে আ জাউঙ্গা যোধপুর জেলা, 342312 রাজস্থান'।
আধুনিক যুগে প্রযুক্তিগত উন্নতি আমাদের পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে। তাই আগের মতো আর রাস্তা খুঁজে পেতে এতো কষ্ট করতে হয় না। গুগল ম্যাপ খুব সহজেই আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। যে কোন জায়গা নেভিগেট করার জন্য এখন জিপিএস আমাদের জীবনে খুব বড় হাতিয়ার।
advertisement
advertisement
তবে এই অনন্য ডেলিভারি ঠিকানা সবাইকে হতবাক করে দিয়েছে। এমন ঠিকানা যা গুগল ম্যাপকেও ফেসপাম করতে পারে। সম্পূর্ণ লাইন সহ এই ডেলিভারি ঠিকানার ছবি টুইটারে শেয়ার হওয়ার পর থেকে এটি ৯২ হাজারের বেশি ভিউ পেয়েছে। নিশান্ত নামে একজন ব্যক্তি টুইটারে এই ছবিটি শেয়ার করেছেন এবং পোস্টের ক্যাপশনে লিখেছেন , "ডেলিভারি ওয়ালা মরতে দম তক ইসকা ঠিকানা ইয়াদ রাখেগা"। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
Delivery wala marte dam tak iska address yaad rakhega 🤣🤣 pic.twitter.com/qaeDaOMWHY
— Nishant 🇮🇳 (@Nishantchant) January 13, 2023
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভিন্ন লোকেরা তাদের ভিন্ন মতবাদ দিয়েছে কমেন্ট বক্সে।
নেটিজেনদের প্রতিক্রিয়া :
একজন ইউসার লিখেছেন, "এই লোকেরা কোথা থেকে হাসির ইমোজি নিয়ে আসে"।
advertisement
অন্য একজন কমেন্ট করেছেন , “আরে। কোয়ি তকলীফ নেহি দেনা হ্যায় ডেলিভারি ওয়ালে কো”।
ওপর একজন ইউসার মজা করে বলেছেন যে তিনিও এমন একটি ঠিকানা লেখার চেষ্টা করবেন। "হাম ভি ট্রাই করেঙ্গে। "
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 12:43 PM IST