Wind Chime: ফ্ল্যাট বা বাড়ির কোন দিকে উইন্ড চাইম রাখলে সংসারে দ্রুত অর্থবৃদ্ধি হবে? কোন দিকে উইন্ড চাইম রাখা অশুভ?

Last Updated:

কোন উপকরণের উইন্ড চাইম বাড়ির কোথায় রাখবেন, তার উপর নির্ভর করে মঙ্গল অমঙ্গল এবং শুভ-অশুভ৷(benefits from wind chimes)

গরমে ফ্যানের হাওয়ায় বা হঠাৎ আসা দখিনা বাতাসে এর টুংটাং শব্দ মন ভাল করে দেয়
গরমে ফ্যানের হাওয়ায় বা হঠাৎ আসা দখিনা বাতাসে এর টুংটাং শব্দ মন ভাল করে দেয়
যদি ফেং শুই-য়ে বিশ্বাস করেন, তাহলে উইন্ড চাইম (উচ্চারণভেদে উইন্ড শাইম) আপনার বাড়ির জন্য শুভ৷ যদি বিশ্বাস না করেন, তহালে এটা গৃহসজ্জার উপকরণ৷ গরমে ফ্যানের হাওয়ায় বা হঠাৎ আসা দখিনা বাতাসে এর টুংটাং শব্দ মন ভাল করে দেয়৷ প্লাস্টিক, ধাতু থেকে শুরু করে কাঠ, বাঁশ-সহ বিভিন্ন উপকরণে উইন্ড চাইম তৈরি হয়৷ ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন,  কোন উপকরণের উইন্ড চাইম বাড়ির কোথায় রাখবেন, তার উপর নির্ভর করে মঙ্গল অমঙ্গল এবং শুভ-অশুভ৷(benefits from wind chimes)
# মেটাল বা ধাতব উইন্ড চাইম ঝুলিয়ে রাখুন বাড়ির পশ্চিম, উত্তর এবং উত্তর পশ্চিম অমশে রাখুন৷ পশ্চিমে রাখলে বাচ্চাদের জন্য শুভ৷ ঘরের উত্তর অংশে রাখলে কেরিয়ারে নতুন নতুন দিশা খুলে যায়৷ উত্তর পশ্চিম কোণে থাকলে ভাগ্য সুপ্রসন্ন হয়৷
# কাঠের উইন্ড চাইম হলে সেটি রাখুন ঘরের পূর্ব, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ দিকে৷ পূর্ব অংশে ঝুলিয়ে রাখলে সংসারের শ্রীবৃদ্ধি হয়৷ দক্ষিণ পূর্ব অংশে উইন্ড চাইম থাকলে সংসারে অর্থাগম হয়৷ দক্ষিণ দিকে রাখলে সৌভাগ্য বিকশিত হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : কনুই, হাঁটু, বাহুমূলের নাছোড়বান্দা কালো দাগ তুলে ফেলুন ঘরোয়া উপকরণেই
# সেরামিকের হলে উইন্ড চাইম রাখুন দক্ষিণ পশ্চিম, বাড়ির মধ্য অংশে এবং উত্তর পূর্ব অংশে৷ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একদম উইন্ড চাইম ঝোলাবেন না৷ তাহলে প্রেমের পথে বাধাবিঘ্ন আসবে৷ শৌচাগার, স্টোররুমে ভুলেও উইন্ড চাইম রাখবেন না৷ কারণ তাতে নেগেটিভ এনার্জি চলে আসে৷
advertisement
আরও পড়ুন : গরমে চুলকানি ও ত্বকের অন্য সমস্যা থেকে মুক্তি পেতে রইল ঘরোয়া টোটকা
# দোকানের দরজায় উইন্ড চাইম ঝুলিয়ে রাখুন৷ এর ফলে শুভ শক্তির পাশাপাশি দোকানে ক্রেতার সংখ্যাও বাড়ে৷
আরও পড়ুন : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন
# উইন্ড চাইমের রডগুলি ফাঁপা হয়৷ ফলে হাওয়ায় দোলে এবং সুন্দর টুংটাং শব্দও হয়৷ ৬ টা বা ৮ টা ফাঁপা রড আছে, এরকম উইন্ড চাইম কিনুন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wind Chime: ফ্ল্যাট বা বাড়ির কোন দিকে উইন্ড চাইম রাখলে সংসারে দ্রুত অর্থবৃদ্ধি হবে? কোন দিকে উইন্ড চাইম রাখা অশুভ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement