তিন পোষ্য বিড়ালকে নিয়ে ফ্লাইটজার্নি ! দেখুন ভাইরাল ভিডিওটি

Last Updated:

একজন ব্যক্তি তার তিনটি পোষা বিড়ালের সঙ্গে ফ্লাইটে যাত্রা করছেন। ভিডিওটি তিনি ইন্সটাগ্রামে পোস্ট করার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। flight journey of three cats and their pet father

আজকাল ইন্টারনেট আমাদের মনোরঞ্জনের খুব বড় একটা মাধ্যমে পরিণত হয়েছে। কুকুর , বিড়ালের বিভিন্ন মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এসে থাকে যা নিঃসন্দেহে আমাদের মুখের হাসি ফিরিয়ে আনে। এমনি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে একজন ব্যক্তি তার তিনটি পোষা বিড়ালের সঙ্গে ফ্লাইটে যাত্রা করছেন।
তিনটি বিড়ালকে দেখে মনে হচ্ছিল তারা নিজেদের পালক পিতার সঙ্গে এই সুন্দর বিমান যাত্রার আনন্দ দারুণভাবে উপভোগ করছিল। spongecake_thescottishfold নামে এই ইনস্টাগ্রাম পেজটা স্পঞ্জ কেক, মোচা এবং ডোনাট নামক এই তিনটে বিড়ালকে উৎসর্গ করা হয়েছে। ওই ব্যক্তি এই পেজে তার বিড়ালের বহু ছবি এর আগেও পোস্ট করেছেন। কি করে তারা তাদের পালক পিতার সঙ্গে সময় কাটাচ্ছে ,জীবনকে উপভোগ করছে , কফি ডেটে যাচ্ছে , ফ্লাইটে চেপে ঘুরতে যাচ্ছে এমন সব ধরণের ছবি এবং ভিডিও এই পেজে শেয়ার করা হয়ে থাকে।
advertisement
ভিডিওটির ক্যাপশনে লেখা আছে "এটি সত্যি সেরা! লোকেরা প্রায়ই আমাদের জিজ্ঞাসা করে যে কীভাবে বিড়ালের পালক পিতা তিনটি বিড়ালের সঙ্গে একা ভ্রমণ করতে পারে। সত্যিটা হল আমরা একটি পরিবার হিসাবে ভ্রমণ করি (বিড়ালের বাবা, বিড়ালের মা এবং তিনটি বিড়াল)। আমরা মোট তিনটি বিমানের টিকিট পাই। ”  ভিডিওটি এখানে দেখুন -
advertisement
advertisement
advertisement
ভিডিওটি খুললেই দেখতে পাবেন ভিডিওটির সঙ্গে সঙ্গে এখানে কিছু টেক্সট ম্যাসেজও আস্তে থাকে । প্রথমেই লেখা থাকে "তিনটি বিড়ালের সঙ্গে উড়ে যাওয়া অসম্ভব" এবং দেখানো হয় যে তিনটি বিড়াল লাগেজ বহনকারী কার্টের ওপর আরাম করছে । এরপরের ক্লিপেই দেখা যায় ফ্লাইটে একটি ব্যাগের ওপর একটি বিড়াল বসে আছে, অন্যটিকে খাওয়ানো হচ্ছে এবং আর একটি ক্লিপে দেখা যায় একটি বিড়াল ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে। ভিডিওটি এতই সুন্দরভাবে রেকর্ড করা হয়েছে যে এটা আপনার মন জয় করে নিতে বাধ্য। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ১৮৩৫৫ হাজার লাইকস সংগ্রহ করেছে।
advertisement
আপনার দিনটিকে সুন্দর করে তুলতে এবং মন ভালো রাখতে ভিডিওটি অবশ্যই একবার দেখুন এবং নিজেদের কমেন্টস পোস্ট করুন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তিন পোষ্য বিড়ালকে নিয়ে ফ্লাইটজার্নি ! দেখুন ভাইরাল ভিডিওটি
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement