The Most Cursed Painting in The World: বাড়িতে রাখলেই মৃত্যু! নিষ্পাপ শিশুর কান্নাই নাকি পৃথিবীর 'অভিশপ্ততম' ছবি!

Last Updated:

Crying Boy Picture: গুজব রয়েছে, যে স্টুডিওতে ছবিটি তৈরি করা হয়েছিল সেটিও নাকি আগুনে পুড়ে গিয়েছে।

The Crying Boy
The Crying Boy
The Most Cursed Painting in The World: পৃথিবীর ‘অভিশপ্ত’ চিত্রশিল্প কোনটি? নাহ, কোনও ভয়ঙ্কর মুখ বা রহস্যজনক ছবি নয়! একটি নিষ্পাপ মুখের শিশুর কান্নার ছবি নাকি ঘুম উড়িয়ে দেয় মানুষের। ব্রিটিশ যুক্তরাজ্যে এই ক্রন্দনরত শিশুর ছবিটি ‘অভিশপ্ত’ ছবি হিসেবে কুখ্যাত। কথিত আছে, চিত্রকর্মটি এঁকেছিলেন ইতালির চিত্রশিল্পী জিওভানি বারগোলিন। তবে, বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইতালিতে এই নামে কোনও চিত্রশিল্পীই নাকি নেই। অনেক জায়গাতেই কান পাতলে গুজব শোনা যায়, ফরাসি শিল্পী ব্রুনো আমেডিও নাকি আসলে এঁকেছিলেন এই ছবিটি।
advertisement
চিত্রশিল্পটিতে একটি নিষ্পাপ শিশুর মুখ দেখানো হয়েছে। যার চোখ থেকে ক্রমাগত অশ্রু ঝরছে। প্রথমদৃষ্টিতে মনে হতেই পারে যে, চিত্রশিল্পীর মাথায় ছিল খিদে বা তেষ্টায় কাঁদছে এমন একটি শিশুর ছবি আঁকতে হবে। বলা হয়, যে ব্যক্তি নিজেদের বাড়িতে এই চিত্রশিল্পটি রাখেন, এই শিশুর কান্না তাঁর সর্বনাশ ডেকে আনে।
advertisement
শুধু তাই নয়, আরও গুজব শোনা যায় যে হাজারেরও বেশি জীবন নিয়েছে এই চিত্রশিল্পটি। ছবিটি কখন আঁকা হয়েছিল তা কেউ জানে না। তবে কেউ কেউ বলেন, চিত্রটি যখন প্রথম বাজারে আসে বিক্রির জন্য তখন নাকি পঞ্চাশ হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছিল।
advertisement
ক্রন্দনরত শিশুর এই ‘অভিশপ্ত’ চিত্রকর্মের গল্প একবার দাবানলের মতো ছড়িয়ে পড়লে আর কেউই তা কিনতে রাজি হয়নি। অনেকে এমনও বলেন যে ছবিটি দেওয়ালে টাঙানোর পরে, মানুষ তাঁদের আত্মীয়দের হারাতে শুরু করে এবং পরিবারে বা প্রিয়জনের মৃত্যু ঘটে।
আরেকটি গুজব রয়েছে, যে স্টুডিওতে ছবিটি তৈরি করা হয়েছিল সেটিও নাকি আগুনে পুড়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
The Most Cursed Painting in The World: বাড়িতে রাখলেই মৃত্যু! নিষ্পাপ শিশুর কান্নাই নাকি পৃথিবীর 'অভিশপ্ততম' ছবি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement