Super Hot Bride Viral Video: বিয়ের মণ্ডপে বিরাট ধামাকা, এই বিশেষ পোশাক পরে সবার নজর কাড়লেন তিনি, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Super Hot Bride Viral Video: নতুন কনে তাঁর বিয়ের সাজে লেহেঙ্গার পরিবর্তে যা পরেছেন দেখে নেটিজেনদের চোখ কপালে!
#কলকাতা: বিয়ের মরশুমে এবার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Super Hot Bride Viral Video) হচ্ছে। এই ভাইরাল ভিডিওতে একজন দেশি কনেকে ভারী লেহেঙ্গার পরিবর্তে আরামদায়ক রিপড জিন্স (Bride Wearing Ripped Jeans) পরে তার বিয়েতে ফেরা অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে উইটি ওয়েডিং নামে একটি পেজে পোস্ট করা হয়েছে। ছবিতে যে কনেকে দেখানো হয়েছে তাঁর নাম বলা হয়েছে মুদ্রা ভগত। ভাইরাল এই ভিডিওটি (Super Hot Bride Viral Video) ৭ লাখেরও বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি ৫৩,০০০ লাইক সহ জোরদার গতিতে ভাইরাল হয়েছে এটি।
ভিডিওতে, নববধূকে লাল লেহেঙ্গার (Super Hot Bride Viral Video) দুপাট্টা এবং ব্লাউজে সুন্দর দেখাচ্ছে আর পাঁচজন নববধূর মতোই। কিন্তু নিচে তাকালেই দেখা যাচ্ছে আসল চমক। নতুন কনে তাঁর বিয়ের সাজে লেহেঙ্গার পরিবর্তে পরেছেন রিপড জিন্স (Bride Wearing Ripped Jeans)। একদমই তাই। লেহেঙ্গার পরিবর্তে একটি ট্রেন্ডি ফাটা লাইট-ওয়াশ ডেনিম জিন্স পরনেই ছাদনাতলায় পথে রওনা দেওয়ার জন্য বেরিয়ে আসেন এই নববধূ।
advertisement
advertisement
ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে আত্মীয়রা কনেকে বিয়ের অনুষ্ঠান শুরু করার জন্য নিয়ে যাবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আর ঠিক সেই সময় নববধূ বিয়ের সাজেই বেরিয়ে এসে বলেন, "মেরেকো লেহেঙ্গা নাহি পেহনা, মুঝে আইসে হি জানা হ্যায় (আমি লেহেঙ্গা পরতে চাই না, আমি শুধু এভাবে (Bride Wearing Ripped Jeans) যেতে চাই)।" সবাই হাসতে শুরু করে দেয় কনের এই আজব বায়না শুনে। আত্মীয়-বন্ধুদের মধ্যে থেকে একজন আচমকা এসে তাকে নিচের তলায় নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন।
advertisement
advertisement
অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন। কেউ কেউ নেহাতই মজা পেলেও একাংশ কনের সমালোচনাও করেছেন ভিডিওটি দেখে। তাঁদের অনেকেই বলেন, কনের ভারতীয় ঐতিহ্যকে সম্মান করা উচিত। যেহেতু বিয়ে একদিনের একটি বিশেষ অনুষ্ঠান তাই একটু খারাপ বা অস্বস্তিকর লাগলেও বিয়ের রাতে লেহেঙ্গাই পরা উচিত কনের।
advertisement
তবে শেষমেশ এই কনে রিপড জিন্স পরেই বিয়ের সাত পাকে বাঁধা পড়েছিলেন, নাকি পাল্টে লেহেঙ্গা পরেই মণ্ডপে পৌঁছেছিলেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বোঝা যায়নি এখনও। তবে নববধূর প্রথাভাঙা ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে বিদ্যুত গতিতে। নেটমহলে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।
Location :
First Published :
December 10, 2021 6:44 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Super Hot Bride Viral Video: বিয়ের মণ্ডপে বিরাট ধামাকা, এই বিশেষ পোশাক পরে সবার নজর কাড়লেন তিনি, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল...