Success Story: কোচিং ক্লাসে ভর্তি হননি, এক বছরের প্রস্তুতিতেই ইউপিএসসি-তে সাফল্য, রূপকথাকেও হার মানাবে অনন্যার গল্প
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এমন কিছু পরীক্ষার্থী আছেন যাঁরা কম সময়ে এবং প্রথম প্রচেষ্টাতেই দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনন্যা তাঁদেরই একজন।
নয়াদিল্লি: এক বছরের প্রস্তুতিতে ইউপিএসসি ক্র্যাক! অসম্ভব বললেও কম বলা হয়। কত ছেলেমেয়ে বছরের পর বছর চেষ্টা করে যায়। কিন্তু তারপরেও সাফল্য মেলে না। ‘টিভিএফএস অ্যাসপিরেন্টস’ বা ‘টুয়েল্ভথ ফেল’ তো ঘুরিয়েফিরিয়ে সেই গল্পই বলে। দীর্ঘদিনের চেষ্টা, কোচিং নেওয়ার পরেও কাঙ্ক্ষিত সাফল্য অধরাই থেকে যায়।
আইএএস অনন্যা সিং সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। মাত্র এক বছরের প্রস্তুতিতেই কেল্লা ফতে। কোচিং ক্লাসে ভর্তিও হননি। পড়াশোনা করেছেন নিজেই। এমন কিছু পরীক্ষার্থী আছেন যাঁরা কম সময়ে এবং প্রথম প্রচেষ্টাতেই দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনন্যা তাঁদেরই একজন।
advertisement
advertisement
প্রয়াগরাজের অনন্যা অবশ্য বরাবরই মেধাবী। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও জেলার মধ্যে প্রথম হন। মাত্র ২২ বছর বয়সে পাশ করেন সিএসই। প্রয়াগরাজের সেন্ট মেরিস কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন অনন্যা। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৯৬ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। সিআইএসসিই বোর্ড থেকে জেলার টপার ছিলেন তিনি। এরপর দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক হন।
advertisement
ছোটবেলা থেকেই আইএএস অফিসার হওয়ার শখ ছিল অনন্যার। স্নাতকের শেষ বছর থেকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতেন। ইউপিএসসি প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য একসঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন অনন্যা।
advertisement
২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন অনন্যা। সারা ভারতের মধ্যে ৫১ তম স্থান অর্জন করেন। এমন র্যাঙ্ক দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরবর্তীকালে এ কথা নিজেই জানান অনন্যা। মাত্র ২২ বছর বয়সে আইএএস অফিসার হয়ে শৈশবের স্বপ্ন পূরণ করেন।
পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস অনুযায়ী বই কিনে পড়াশোনা করেছিলেন অনন্যা। সেই অনুযায়ী নোটস তৈরি করেছিলেন। অনন্যা বলছেন, ‘‘এটাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। নোট লেখার কারণে উত্তরের গুণগত মানের উন্নতি হয়েছে।’’ আসলে সুনির্দিষ্ট কৌশল এবং সঠিক প্রচেষ্টার কারণে, অনন্যা প্রথম প্রচেষ্টাতেই উত্তীর্ণ হতে পেরেছেন। অনন্যা সিং বর্তমানে পশ্চিমবঙ্গ ক্যাডারে কর্মরত।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 7:40 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Success Story: কোচিং ক্লাসে ভর্তি হননি, এক বছরের প্রস্তুতিতেই ইউপিএসসি-তে সাফল্য, রূপকথাকেও হার মানাবে অনন্যার গল্প