গঙ্গার নীচেও মিলবে নিরবচ্ছিন্ন পরিষেবা, ইস্ট-ওয়েস্ট মেট্রো জুড়ে নেটওয়ার্ক স্থাপন Airtel ও VI-এর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অনেকেই প্রশ্ন করছিলেন, গঙ্গার নীচে কি ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে? এর উত্তর, হ্যাঁ। মেট্রোয় গঙ্গার নীচে দিয়ে যাওয়ার সময়েও নিরবিচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারবেন এয়ারটেল ও ভিআই-এর গ্রাহকরা।
কলকাতা: গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফর। আজ, বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, গঙ্গার নীচে কি ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে? এর উত্তর, হ্যাঁ। ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা পাবেন এই সুবিধা। তবে এয়ারটেলই প্রথম গঙ্গার নীচে নেটওয়ার্ক স্থাপন করার কথা ঘোষণা করে। একই পথে হাঁটল ভোডাফোন আইডিয়াও।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে সংযোগ প্রদানকারী প্রথম টেলিকম অপারেটর এয়ারটেল। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির মধ্যে ৪.৮ কিলোমিটার এলাকা জুড়ে নেটওয়ার্ক স্থাপন করেছে এয়ারটেল। গ্রাহকরা ৫জি স্পিড, ডেটা ট্রান্সমিশন, ভয়েস কল করতে পারবেন নির্বিঘ্নে। ভারতী এয়ারটেলের সিইও (পশ্চিমবঙ্গ এবং ওড়িশা) অয়ন সরকার বলেন, ‘‘নদীর তলদেশে টানেলে সম্পূর্ণ নেটওয়ার্ক পাবেন গ্রাহকরা। হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, গেমিং, একাধিক চ্যাটিং, তাৎক্ষণিক ফটো আপলোড করতে পারবেন অনায়াসে।’’
advertisement
advertisement
অন্য দিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীদের জন্য নির্বিঘ্ন নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করতে, রুটের ১৭টি স্টেশন জুড়ে অত্যাধুনিক নেটওয়ার্ক পরিকাঠামো স্থাপন করেছে ভিআই-ও। এর মধ্যে ৬টি ভূগর্ভস্থ স্টেশন (ফুলবাগান, শিয়ালদহ, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান পর্যন্ত ১০.৮ কিলোমিটার) এবং ১১টি গ্রাউন্ড/এলিভেটেড স্টেশন (তেঘরিয়া, রঘুনাথপুর, বাগুইআটি, দমদম পার্ক, কেষ্টপুর, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম)।
advertisement

advertisement
১১টি এলিভেটেড স্টেশনের মধ্যে সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম, অর্থাৎ ৬টি স্টেশন চালু হয়ে গিয়েছে। বাকি ৫টি স্টেশনেও খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে। তবে ভিআই ইতিমধ্যেই সব ক’টা স্টেশনে নেটওয়ার্ক পরিকাঠামো স্থাপন করেছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উল্লেখযোগ্য বিষয় হল গঙ্গার নীচের টানেল। এর মধ্যে দিয়েই মেট্রো রেল ছুটবে। হুগলি নদীর তলদেশের ১৩ মিটার নীচে এবং পৃষ্ঠতলের ৩৩ মিটার নীচে টানেল রাখা হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক দিতে নদীর তলদেশের সুড়ঙ্গের পাশাপাশি ভূগর্ভস্থ মেট্রো টানেলের ভিতরে আইবিএস (ইন-বিল্ডিং সলিউশন) স্থাপন করেছে ভিআই।
advertisement
এই প্রসঙ্গে ভোডাফোন আইডিয়ার পূর্বাঞ্চলের ক্লাস্টার বিজনেস হেড নবীন সিঙ্ঘভি বলেন, ‘‘কলকাতা এবং হাওড়াবাসীর বহুদিনের স্বপ্নপূরণ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হল। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হিসেবে ভূগর্ভস্থ রেলপথ জুড়ে নেটওয়ার্ক স্থাপন করতে পেরে আমরা গর্বিত। ভিআই-এর গ্রাহকরা গঙ্গার নীচেও নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারবেন।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 6:30 PM IST