প্রায় ৪৮,০০০ হার্টের অপারেশন করেছেন ভারতের সবথেকে ধনী এই চিকিৎসক; তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Success Story: কথা হচ্ছে কার্ডিওলজিস্ট ডা. নরেশ ত্রেহানের। যিনি একজন প্রসিদ্ধ কার্ডিয়াক সার্জন। বহু টিভি শো-তেই হয়তো তাঁর নাম শুনে থাকবেন। ডা. নরেশ ত্রেহানের কৃতিত্বও আকাশছোঁয়া।
Success Story: আমাদের দেশে বহু কোটিপতি ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, ইঞ্জিনিয়ার এবং সিইও রয়েছেন। আর হামেশাই তাঁদের কথা আমরা জানতে পারি। কিন্তু আমাদের দেশের সবথেকে ধনী চিকিৎসক কে, সেটা জানা আছে কি? হয়তো বেশিরভাগ মানুষই তাঁর কথা শোনেনি। আজ দেশের সেই কোটিপতি চিকিৎসকের গল্প বলা যাক। যিনি শুধুমাত্র দক্ষ চিকিৎসকই নন, তিনি একজন সফল ব্যবসায়ীও বটে! এই বিশ্ববরেণ্য চিকিৎসক লক্ষ লক্ষ মানুষের হৃদযন্ত্রের চিকিৎসা করে তাঁদের নতুন জীবনদান করেছেন। বর্তমানে দেশে কিংবা সারা বিশ্বে হার্ট সার্জন হিসেবে তাঁর খ্যাতি তুঙ্গে। ভারত থেকে মার্কিন মুলুক – সব জায়গাতেই তাঁর নামের জয়জয়কার।
কথা হচ্ছে কার্ডিওলজিস্ট ডা. নরেশ ত্রেহানের। যিনি একজন প্রসিদ্ধ কার্ডিয়াক সার্জন। বহু টিভি শো-তেই হয়তো তাঁর নাম শুনে থাকবেন। ডা. নরেশ ত্রেহানের কৃতিত্বও আকাশছোঁয়া।
advertisement
কে নরেশ ত্রেহান ?
৭৭ বছর বয়সী নরেশ ত্রেহান মেদান্ত নেটওয়ার্ক অফ হসপিটালসের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। ২০২৩ সালে গ্লোবাল হেলথ-এর শেয়ারের মূল্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর এই কোম্পানিই ডা. নরেশ ত্রেহানের হাসপাতাল মেদান্ত চালায়। আর এর মাধ্যমেই ভারতের সবথেকে ধনী ডাক্তারের তকমা লাভ করেছেন তিনি। ভারতে খুব কমই কোটিপতি ডাক্তার রয়েছে, যাঁদের নিজস্ব হাসপাতাল রয়েছে। আর ডা. নরেশ ত্রেহান তাঁদের মধ্যে অন্যতম।
advertisement
ডা. নরেশ ত্রেহান বংশপরম্পরায় এই পেশায় এসেছেন। আসলে তাঁর মা-বাবা দুজনেই ছিলেন চিকিৎসক। ১৯৬৩ সালে লখনউয়ের কিং জর্জস মেডিক্যাল কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করে ১৯৬৯ সালে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন।

advertisement
সেখানে গিয়ে ফিলাডেলফিয়ার থমাস জেফারসন ইউনিভার্সিটি হসপিটালের রেসিডেন্ট ডাক্তার হিসেবে যোগ দেন। মার্কিন মুলুকে প্রায় ২ দশক কাটানোর পরে ১৯৮৮ সালে ডা. ত্রেহান ভারতে ফেরেন। এরপরে নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতাল এবং এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। চিকিৎসার এই পেশায় ডা. ত্রেহান নিজেকে দেশ তথা গোটা বিশ্বের সেরা কার্ডিওভাস্কুলার এবং কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই তিনি ৪৮,০০০টি ওপেন-হার্ট সার্জারি করেছেন।
advertisement
তাঁর মোট সম্পত্তির পরিমাণ আজ ৮০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ২০০৭ সালে ডা. নরেশ ত্রেহান চালু করেছিলেন গুরুগ্রামের মেদান্ত – দ্য মেডিসিটি। এটা হরিয়ানার সবথেকে বড় মাল্টিস্পেশালিটি হাসপাতালগুলির মধ্যে অন্যতম। এই হাসপাতালের একের পর এক শাখা সম্প্রসারিতও হয়েছে। বর্তমানে গুরুগ্রাম, দিল্লি, ইনদওর, রাঁচি, পটনা এবং লখনউয়ে রয়েছে মেদান্ত হাসপাতাল।
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল হেলথ-এ ডা. ত্রেহানের রয়েছে প্রায় ৮৮.৭৩ মিলিয়ন শেয়ার অথবা ৩৩.০৬% স্টেক। বর্তমানে গ্লোবাল হেলথ-এর শেয়ার ৯৭২.৫৫ টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপরেই ডা. নরেশ ত্রেহানের মোট সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৮৪০২.৩০ কোটি টাকা। খবর করার সময় (১১ ডিসেম্বর, ২০২৩ তারিখ) অনুযায়ী, শেয়ারের মূল্য হয়েছে ৯১২.১০ টাকাসংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল হেলথ-এ ডা. ত্রেহানের রয়েছে প্রায় ৮৮.৭৩ মিলিয়ন শেয়ার অথবা ৩৩.০৬% স্টেক। বর্তমানে গ্লোবাল হেলথ-এর শেয়ার ৯৭২.৫৫ টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপরেই ডা. নরেশ ত্রেহানের মোট সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৮৪০২.৩০ কোটি টাকা।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 9:31 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রায় ৪৮,০০০ হার্টের অপারেশন করেছেন ভারতের সবথেকে ধনী এই চিকিৎসক; তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন!