Alipore Zoo: ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায় ! চলতি সপ্তাহ থেকেই পুলিশি নজরদারি বাড়ছে শহরের দর্শনীয় স্থানে

Last Updated:

সপরিবারে ডিসেম্বরের আমেজ উপভোগে আম জনতা। শুধু কলকাতা কেন হবে। পাশের জেলা, দূরবর্তী জেলা এমনকী, ভিন রাজ্য থেকেও পুরনো চিড়িয়াখানা দর্শনে ভিড় জমিয়েছেন অনেকেই। ডিসেম্বরের শহরে হালকা শীতের আমেজে উৎসবের শুরু চিড়িয়াখানায়।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায়
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায়
অমিত সরকার, কলকাতা: হালকা রোদের আমেজ। সঙ্গে হিমেল হাওয়া। কেউ কেউ জটলা হয়ে মাদুর বিছিয়ে সবে টিফিন বক্স খুলে ভোর বেলা তৈরি চিলি চিকেনের সুগন্ধি অনুভব করছেন। কোনও গ্রুপ ঘণ্টাখানেক হেঁটে মধ্যাহ্ন ভোজনের মধ্যগগনে। চেটেপুটে পোলাও মাংস খাচ্ছেন। একটু এগোলেই ভিড়ে ঠাসা এনক্লোজার। যত এগোবেন মাথা আর মাথা। রকমারি রঙের সোয়েটার গায়ে কচিকাঁচারা। বাদ নেই প্রবীনরাও।
সপরিবারে ডিসেম্বরের আমেজ উপভোগে আম জনতা। শুধু কলকাতা কেন হবে। পাশের জেলা, দূরবর্তী জেলা এমনকী, ভিন রাজ্য থেকেও পুরনো চিড়িয়াখানা দর্শনে ভিড় জমিয়েছেন অনেকেই। ডিসেম্বরের শহরে হালকা শীতের আমেজে উৎসবের শুরু চিড়িয়াখানায়। প্রথম সপ্তাহ থেকেই যেন এবার উপচে পড়া ভিড়। আলিপুর চিড়িয়াখানার এক আধিকারিক জানালেন, এবার তো দেখছি ডিসেম্বর পড়তেই লোকারণ্য। এমনকী, গত রবিবার বিগত বছরের ডিসেম্বর প্রথম সপ্তাহের তুলনায় রেকর্ড ভিড় হয়েছে। সাধারণত ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে এই ভিড় লক্ষ্য করা যেত। এবার দেখা যাচ্ছে শুরু থেকেই মানুষের ভিড় পশুপাখি ঘিরে। যা আনন্দের বিষয় বলেই মত চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
advertisement
advertisement
শুধু তাই নয় অবাক কলকাতা পুলিশও। মূলত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ বড়দিনের আগের শনি-রবিবার থেকে ভিড় জমতে থাকে চিড়িয়াখানা, ময়দান এলাকায় বলে দাবি পুলিশের। কিন্তু এবার আগেভাগেই ভিড় জমেছে চিড়িয়াখানায়। তাই পুলিশের দাবি চলতি সপ্তাহ থেকেই আলিপুর চিড়িয়াখানায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হবে। 
এ ঠিক যেন দুর্গা পুজো। অষ্টমী-নবমীর ভিড় এড়াতে আগে ভাগেই পুজো প্যান্ডেল দর্শনে দর্শনার্থী নেমে পড়েন রাস্তায়। এবার ঠিক একচিত্র ডিসেম্বরে। বড়দিন, বর্ষ বরণের উৎসবে সামিল হতে আগে ভাগেই ভিড় শহরে।
advertisement
হুগলির আরামবাগ থেকে চিড়িয়াখানায় সপরিবারে এসেছিলেন অশোক দাশগুপ্ত। তিনি তো বলেই ফেললেন, ‘‘ভেবেছিলাম ফাঁকা ফাঁকা বাচ্চাদের চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়ে যাব, এলে দেখি এতো অষ্টমীর ভিড়।’’ এদিকে এই আনন্দ উৎসবের মাঝেই ভাল খবর এল আলিপুর চিড়িয়াখানার দর্শকদের জন্য। প্রবীন নাগরিকদের জন্য আলিপুর চিড়িখানার অন্দরে চলবে ব্যাটারি চালিত ১৪ আসনের গাড়ি। যাতে চেপেই পশুপাখি দর্শনের সুযোগ পেয়ে যাবেন প্রবীনরা। সুযোগ থাকবে বিশেষ ভাবে সক্ষমদেরও। গত রবিরার দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের সাংসদ তহবিল থেকেই ১০টি ব্যাটারি চালিত গাড়ি দেওয়া হয়েছে চিড়িয়াখানাকে। শুধু তাই নয়, বন্যপ্রাণীদের জন্য দুটো অ্যাম্বুলান্সও দিয়েছেন সাংসদ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবীন নাগরিকরা এই গাড়িগুলো ব্যবহার করে ঘুরে দেখতে পারবেন চিড়িয়াখানার ভিতরে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Alipore Zoo: ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায় ! চলতি সপ্তাহ থেকেই পুলিশি নজরদারি বাড়ছে শহরের দর্শনীয় স্থানে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement