Sontu Famous Dog: বাংলাদেশের তারকা কুকুর সন্টুর মৃত্যুর পর প্রথম পুজো, সমাধিতে নতুন জামা-ফুল রেখে হাউ হাউ কান্না পরিবারের! ভিডিও পোস্ট হতেই ভাইরাল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sontu Famous Dog: রায় বাড়ির পোষ্য কুকুর সন্টুর কীর্তি দেখে মজেছিল গোটা ভারত-বাংলাদেশের মানুষ। গত ৩ মার্চ আচমকাই অকালমৃ*ত্যু হয় সেই সন্টুর।
কলকাতা: বাংলাদেশ খুলনার সেই সন্টুকে মনে আছে? রায় বাড়ির পোষ্য কুকুর সন্টুর কীর্তি দেখে মজেছিল গোটা ভারত-বাংলাদেশের মানুষ। গত ৩ মার্চ আচমকাই অকালমৃত্যু হয় সেই সন্টুর।
মৃত্যুর সময় বাংলাদেশি তারকা কুকুরটির বয়স হয়েছিল ৮ বছর। সন্টুর ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। প্রিয় পোষ্যের মৃত্যুর পর প্রথম দুর্গাপুজো এল। স্বাভাবিক ভাবেই সন্টুকে আরও বেশি করে মনে পড়ছে ময়না, বদ দাদা, বাপু মা-র। যাঁরা সন্টুকে নিয়ে সারাদিন মেতে থাকতেন ও ভিডিও শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
আরও পড়ুন: এবার বিজয়া দশমীতে কি মদের দোকান পুরোই বন্ধ থাকছে? সুরাপ্রেমীরা না জানলে প্ল্যান ভেস্তে যেতে পারে!
পুজোর সময় বিভিন্ন দিন নানা রকম পোশাকে সাজিয়ে সন্টুর ভিডিও দেখা যেন তার ভক্তদের নেশার মতো ছিল। তবে এবছর সন্টু নেই। তাই তার অনুপস্থিতি পূরণে ময়না অষ্টমীর দিন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে বুচি, সম্ভবত ময়নাদের নতুন কুকুর তাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ভিতরে কে, কী করছেন?’ ট্রেনের টয়লেটের দরজা ছয় ঘণ্টা ধরে বন্ধ, শেষে কর্মীরা দরজা ভেঙে যা দেখে ফেললেন! ভাইরাল ভিডিও
বুচি নতুন জামা দিয়েছে তার দিদিভাই, অর্থাৎ সন্টুকে। সন্টুর সমাধির উপর সেই জামা ও ফুল দিয়ে সাজিয়ে ভিডিও শেয়ার করেছেন ময়না। কান্না ভেজা গলায় বার বার সন্টুর কথা বলছেন ময়না। তবে সন্টুর সমাধিতে নতুন জামা দিতে ভোলেননি রায় বাড়ির সদস্যরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2025 3:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sontu Famous Dog: বাংলাদেশের তারকা কুকুর সন্টুর মৃত্যুর পর প্রথম পুজো, সমাধিতে নতুন জামা-ফুল রেখে হাউ হাউ কান্না পরিবারের! ভিডিও পোস্ট হতেই ভাইরাল