Liquor Shop Closed in Durga Puja 2025: এবার বিজয়া দশমীতে কি মদের দোকান পুরোই বন্ধ থাকছে? সুরাপ্রেমীরা না জানলে প্ল্যান ভেস্তে যেতে পারে!

Last Updated:
Liquor Shop Closed in Durga Puja 2025: আগে অষ্টমীতে গোটা দিন বন্ধ থাকত মদের দোকান। একইসঙ্গে বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। এ বছর কী হবে? মদের দোকান বন্ধ না খোলা?
1/8
দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। পুজোর কয়েকদিন প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার পাশাপাশি, আড্ডা-খাওয়াদাওয়া সবই চলছে পুরোদমে।
দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। পুজোর কয়েকদিন প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার পাশাপাশি, আড্ডা-খাওয়াদাওয়া সবই চলছে পুরোদমে।
advertisement
2/8
অন্যদিকে, সুরাপ্রেমীরাও পুজোর কটা দিন আরও মদ্যপানের সুযোগ। পার্টি-আড্ডার মাঝে মদ না হলে তাঁদের যেন চলবেই না।
অন্যদিকে, সুরাপ্রেমীরাও পুজোর কটা দিন আরও মদ্যপানের সুযোগ। পার্টি-আড্ডার মাঝে মদ না হলে তাঁদের যেন চলবেই না।
advertisement
3/8
মহালয়ার পর থেকেই মদের দোকানগুলিতে লম্বা লাইন দিয়ে মদ কিনেও রাখেন অনেকে।
মহালয়ার পর থেকেই মদের দোকানগুলিতে লম্বা লাইন দিয়ে মদ কিনেও রাখেন অনেকে।
advertisement
4/8
আগে অষ্টমীতে গোটা দিন বন্ধ থাকত মদের দোকান। একইসঙ্গে বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান।
আগে অষ্টমীতে গোটা দিন বন্ধ থাকত মদের দোকান। একইসঙ্গে বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান।
advertisement
5/8
কিন্তু ২০১৬ সাল থেকে সেই নিয়ম পুরোপুরি বদলে যায় বা বলা ভাল উঠে যায়। ধীরে ধীরে পাকাপাকি ‘ড্রাই ডে’-র সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়।
কিন্তু ২০১৬ সাল থেকে সেই নিয়ম পুরোপুরি বদলে যায় বা বলা ভাল উঠে যায়। ধীরে ধীরে পাকাপাকি ‘ড্রাই ডে’-র সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়।
advertisement
6/8
এখন কেবল নির্দিষ্ট কিছু দিনেই দোকান বন্ধ থাকে। কিন্তু এবার কী দশমীতে মদের দোকান খোলা থাকছে?
এখন কেবল নির্দিষ্ট কিছু দিনেই দোকান বন্ধ থাকে। কিন্তু এবার কী দশমীতে মদের দোকান খোলা থাকছে?
advertisement
7/8
এবার দশমী পড়েছে ২ অক্টোবর। ওইদিন আবার গান্ধি জয়ন্তী। সে কারণেই গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকবে মদের দোকান।
এবার দশমী পড়েছে ২ অক্টোবর। ওইদিন আবার গান্ধি জয়ন্তী। সে কারণেই গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকবে মদের দোকান।
advertisement
8/8
ফলে দশমীতেও যাঁদের গলা ভেজানোর পরিকল্পনা ছিল তাঁদের কিন্তু আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই।
ফলে দশমীতেও যাঁদের গলা ভেজানোর পরিকল্পনা ছিল তাঁদের কিন্তু আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই।
advertisement
advertisement
advertisement