হোম /খবর /পাঁচমিশালি /
তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন স্বর্গীয় শিমলা

Simla Snowfall Video: আদিগন্ত তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন বরফঢাকা শিমলার স্বর্গীয় রূপ

Simla Snowfall

Simla Snowfall

তুষারাবৃত পাহাড়ের চূড়া এবং ঘরবাড়ি-সব মিলিয়ে শিমলার রূপ হয়ে উঠেছিল অনবদ্য৷ (Snowclad Simla and its beauty)

  • Last Updated :
  • Share this:

শিমলা : তীব্র তুষারপাতে সম্প্রতি ঢেকে গিয়েছিল হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল৷ বরফের চাদরে শিমলা যেন রূপকথার স্বর্গরাজ্য৷ তুষারাবৃত পাহাড়ের চূড়া এবং ঘরবাড়ি-সব মিলিয়ে শিমলার রূপ হয়ে উঠেছিল অনবদ্য৷ (Snowclad Simla and its beauty)

ছবির মতো সেই পরিবেশেই ছুটল রেলগাড়ি৷ সেই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই৷ বরফে মোড়া ট্রেন চলছে তুষারপ্রান্তরের মধ্যে দিয়ে, সে দৃশ্য দেখার মতো৷ প্রথমেই গতি বাড়াতে না পারলেও ধীরে ধীরে এগিয়ে চলল রেলগাড়ি৷ এর পর ক্যামেরার বিস্তৃত লেন্সে একে একে ধরা দেয় বরফঢাকা পাহাড়, ঘরবাড়ি ও গাছের দল৷

আরও পড়ুন : এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?

আরও পড়ুন : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও

আরও পড়ুন : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে

অনবদ্য এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ এক মিনিটের থেকে কিছুটা বেশি দৈর্ঘ্যের এই ভিডিও শ্যুট করাও হয়েছে তুষারপাতের মধ্যেই৷ ফলে ল্যান্ডস্কেপের সৌন্দর্য আরও ফুটে উঠেছে৷ নেটিজেনদের মন জয় করে নেওয়া এই ভিডিও কবিতার মতোই ছন্দোময়৷ চেরাপুঞ্জী থেকে এক টুকরো মেঘ ধার করে যদি পাঠানো যায় গোবি সাহারার বুকে, ঠিক তেমনই এই ভিডিওর তুষারশৈত্য আনন্দ-উষ্ণ করে তুলেছে নেটদুনিয়াকে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Simla, Snowfall, Viral Video