Simla Snowfall Video: আদিগন্ত তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন বরফঢাকা শিমলার স্বর্গীয় রূপ

Last Updated:

তুষারাবৃত পাহাড়ের চূড়া এবং ঘরবাড়ি-সব মিলিয়ে শিমলার রূপ হয়ে উঠেছিল অনবদ্য৷ (Snowclad Simla and its beauty)

শিমলা : তীব্র তুষারপাতে সম্প্রতি ঢেকে গিয়েছিল হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল৷ বরফের চাদরে শিমলা যেন রূপকথার স্বর্গরাজ্য৷ তুষারাবৃত পাহাড়ের চূড়া এবং ঘরবাড়ি-সব মিলিয়ে শিমলার রূপ হয়ে উঠেছিল অনবদ্য৷ (Snowclad Simla and its beauty)
ছবির মতো সেই পরিবেশেই ছুটল রেলগাড়ি৷ সেই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই৷ বরফে মোড়া ট্রেন চলছে তুষারপ্রান্তরের মধ্যে দিয়ে, সে দৃশ্য দেখার মতো৷ প্রথমেই গতি বাড়াতে না পারলেও ধীরে ধীরে এগিয়ে চলল রেলগাড়ি৷ এর পর ক্যামেরার বিস্তৃত লেন্সে একে একে ধরা দেয় বরফঢাকা পাহাড়, ঘরবাড়ি ও গাছের দল৷
advertisement
advertisement
আরও পড়ুন : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে
অনবদ্য এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ এক মিনিটের থেকে কিছুটা বেশি দৈর্ঘ্যের এই ভিডিও শ্যুট করাও হয়েছে তুষারপাতের মধ্যেই৷ ফলে ল্যান্ডস্কেপের সৌন্দর্য আরও ফুটে উঠেছে৷ নেটিজেনদের মন জয় করে নেওয়া এই ভিডিও কবিতার মতোই ছন্দোময়৷ চেরাপুঞ্জী থেকে এক টুকরো মেঘ ধার করে যদি পাঠানো যায় গোবি সাহারার বুকে, ঠিক তেমনই এই ভিডিওর তুষারশৈত্য আনন্দ-উষ্ণ করে তুলেছে নেটদুনিয়াকে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Simla Snowfall Video: আদিগন্ত তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন বরফঢাকা শিমলার স্বর্গীয় রূপ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement