Viral Video : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
পেশাদার আলোকচিত্রী জ্যাকব ভ্যান্ডারভেল্ড এই দৃশ্য বন্দি করেছেন ড্রোন ক্যামেরায়৷ তার পর শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷(Tango by a humpback whale and a dolphin)
ম্যাসাচুসেটস: অতল মহাসাগরের রহস্য এখনও মানুষের কাছে অধরা৷ সেই রহস্যের একটুকরো নিজের ইচ্ছেতেই ধরা দিল মানুষে লেন্সে৷ আমেরিকার (USA) উত্তর উপকূলে দেখা গেল হাম্পব্যাক তিমি এবং ডলফিনের অনবদ্য নাচ৷ নেটিজেনরা বলছেন, এটা দুই জলচরের ট্যাঙ্গো! পেশাদার আলোকচিত্রী জ্যাকব ভ্যান্ডারভেল্ড এই দৃশ্য বন্দি করেছেন ড্রোন ক্যামেরায়৷ তার পর শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷(Tango by a humpback whale and a dolphin)
ভিডিওতে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল জলতলের ঠিক নীচ দিয়েই পাক খেত খেতে এগিয়ে চলেছে বিশালাকায় তিমি মাছ৷ তবে তিমি একা নয়৷ ভাল করে খেয়াল করলে বোঝা যাবে তার ঠিক আগে আগেই রয়েছে এক ডলফিনও৷ সেও চড়কিপাক খেতে খেতেই এগোচ্ছে৷ দর্শকদের কাছে এ দৃশ্যসুখ অতুলনীয়৷
আলোকচিত্রী জ্যাকব জানিয়েছে, এই মুহূর্ত তাঁর কাছে অভূতপূর্ব৷ দিনটি তিনি ভুলতে পারবেন না৷ ৩৯ সেকেন্ডের ভিডিওকে তিনি নিজেই ১০-এ ১২ দিয়েছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে
Sorry #Twitter family. But I had to take down the original video for obvious purposes. #VideoViral #NFTs pic.twitter.com/XjcZLx4KNS
— Jacob VanderVelde (@JACOBJMV) February 4, 2022
advertisement
ট্যুইটার দাপিয়ে বেড়াচ্ছে জ্যাকবের ভিডিওটি৷ ইতিমধ্যেই দর্শনসংখ্যা ছাপিয়ে গিয়েছে ৪ হাজার ৫০০৷ বিরল এই দৃশ্যে অভিভূত নেটিজেনরা৷ তাঁরা সাধুবাদ জানিয়েছেন আলোকচিত্রী জ্যাকবকে৷ এক ট্যুইটারেত্তি জানতে চেয়েছেন এমন বিরল ছবি লেন্সবন্দি করার অনুপ্রেরণা কোথা থেকে পান জ্যাকব? উত্তরে আলোকচিত্রী জানিয়েছেন, শৈশব থেকেই তিনি পাড়ি দিয়েছেন উঁচু উঁচু ঢেউ৷ সেখান থেকেই মহাসাগরের সঙ্গে তাঁর সখ্য এবং সম্পর্ক৷
advertisement
আরও পড়ুন : পুলিশের দ্বারস্থ, ফেসবুকে ৫০০০ টাকার ইনাম ঘোষণা, অবশেষে ‘অপহৃত’ পোষ্য ফিরল ঘরে
view commentsএর আগেও ডলফিনদের নিয়ে অনেক জাদুময় মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে৷ অস্ট্রেলিয়ার উপকূলে একদল ডলফিনের নাচ মন জয় করেছিল নেটিজেনদের৷
Location :
First Published :
February 10, 2022 1:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও
