Golden Retriever Lost and Found: পুলিশের দ্বারস্থ, ফেসবুকে ৫০০০ টাকার ইনাম ঘোষণা, অবশেষে ‘অপহৃত’ পোষ্য ফিরল ঘরে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Golden Retriever Lost and Found: রিও হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় আইনজীবীর এই পরিবার কার্যত মনমরা হয়ে পড়ে
কলকাতা : বাড়ির সবথেকে পছন্দ ও প্রিয় হল রিও, নানা আবদার মেটাতে কার্যত নাজেহাল হয়ে যায় ঘোষ পরিবার, তাও রিও-র আদরের কোনও খামতি নেই। সেই রিও হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় আইনজীবীর এই পরিবার কার্যত মনমরা হয়ে পড়ে।(Dog Lost and Found)
বাড়িতে সরস্বতী পুজোর দিন হাজারো কাজের মধ্যে হঠাৎ উধাও হয়ে পড়ে রিও (Golden Retriever Rio)৷ মাঝে মধ্যেই তার লুকোচুরি চললেও রিও-র মালিক শুভব্রত ঘোষ বুঝতে পারেন আদতে এটি রিও-র কাজ নয়। যে বাড়িটাকে মাতিয়ে রাখে সেই পোষ্যর খোঁজ না পেয়ে সবাই হতবাক। বিভিন্ন জায়গায় ঘোষ পরিবারের পোষ্য আট বছরের গোল্ডেন রিট্রিভার রিও-র সন্ধান না পেয়ে সাহায্য নেওয়া হয় হরিদেবপুর থানার৷ রিও-র ছবি দিয়ে অভিযোগ দায়ের করা হয় অপহরণের।
advertisement
অভিযোগ, পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি স্কুটিতে রিওকে নিয়ে চলে যাচ্ছে দুই ব্যক্তি। এই ঘটনার ছবি নিজের চোখের সামনে দেখে হরিদেবপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয় । একদিকে পুলিশের দ্বারস্থ, অন্যদিকে সোশাল মিডিয়ায় রিও-র ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করেন শুভব্রত ঘোষ।
advertisement
আরও পড়ুন : লোকের বাড়িতে ঢুকে পড়া বিষধর কোবরাকে অনায়াসে বন্দি করলেন প্রমীলা বনকর্মী, দেখুন রোমহর্ষক ভিডিও
ছবি ও ফোন নম্বর-সহ সেখানে বলা হয় আট বছরের রিও-র সন্ধান দিতে পারলে মিলবে পাঁচ হাজার টাকা। বিভিন্ন মাধ্যমে এই পোস্ট দিতেই ভাইরাল হয় সেটি। মাঝে মধ্যেই থানার সঙ্গে যোগাযোগ ও পরিচিতদের থেকে সন্ধানে নিয়ে চিন্তা যেন আরও বাড়ছিল ঘোষ পরিবারের সদস্যদের৷ রিও-র সন্ধান না পেয়ে তার পুরনো ভিডিও ও ছবিতে ডুবে থাকতেন বাড়ির লোকজন।
advertisement

আরও পড়ুন : চকোলেটে ছিল অসম্ভব দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির কিশোর পরিচারকের কাছে
নিত্যদিনের কাজ বা অফিস কার্যত শিকেয় উঠেছিল এই পরিবারে। বুধবার বিকেলে আচমকা একটা ফোনে যেন বদলে যায় সব, ফোন আসে রিও-র সন্ধানের। সেখানে বলা হয় বেহালার শীলপাড়ায় তার খোঁজ পাওয়া গিয়েছে৷
advertisement
আরও পড়ুন : চকোলেটের বাক্সে গুছিয়ে রাখা হত প্রেমপত্র, কেন ভালবাসার সঙ্গে জড়িয়ে গেল এই স্বাদ?
তড়িঘড়ি হরিদেবপুর থানার আধিকারিক বেহালার সেই বাড়ির উদ্দেশে রওনা দেন। রিওকে অবশেষে বুধবার বিকেলে পাওয়া যায়। রিওকে হাতে নিয়ে বর্তমানে স্বস্তিতে ঘোষ পরিবার। রিও নিজেও এখন খোশমেজাজে তার পুরানো ডেরায় ফিরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 10:25 PM IST