Optical Illusion: ঠিক কতগুলি প্রাণী দেখা যাচ্ছে ছবিতে ? বুদ্ধিমান হলে ২১ সেকেন্ড সময়ই যথেষ্ট আপনার জন্য

Last Updated:

এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবির মাধ্যমে নিজের মস্তিষ্কের ধার পরীক্ষা করে নেওয়া যেতেই পারে।

ঠিক কতগুলি প্রাণী দেখা যাচ্ছে ছবিতে ? বুদ্ধিমান হলে ২১ সেকেন্ড সময়ই যথেষ্ট আপনার জন্য
ঠিক কতগুলি প্রাণী দেখা যাচ্ছে ছবিতে ? বুদ্ধিমান হলে ২১ সেকেন্ড সময়ই যথেষ্ট আপনার জন্য
কলকাতা: এই অপটিক্যাল ইলিউশন ছবিতে লুকিয়ে আছে অনেকগুলি প্রাণী। কিন্তু চ্যালেঞ্জ হল মাত্র ২১ সেকেন্ডের মধ্যে সমস্ত প্রাণীর মুখ চিহ্নিত করতে পারা। এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবির মাধ্যমে নিজের মস্তিষ্কের ধার পরীক্ষা করে নেওয়া যেতেই পারে।
এ ধরনের ছবি ক্রমশ জনপ্রিয় হচ্ছে নেট পাড়ায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্রমশ অপটিক্যাল ইলিউশনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বিনোদনের পাশাপাশি এগুলির কিছু উপকারিতাও আছে। দৃষ্টি বিভ্রম আসলে আমাদের মন এবং চোখকে বিশ্বাস করার ক্ষমতা দেয়। মনে হয় আমরা যা দেখছি তা বাস্তব।
আপাত ভাবে নেট পাড়ায় বিনোদনের মাধ্যম হিসেবে ছড়িয়ে পড়ে এসব ছবি। কিন্তু তার বাইরেও রয়েছে এর গুরুত্ব। বৈজ্ঞানিক গবেষণার জন্যও দৃষ্টি বিভ্রমসৃষ্টিকারী ছবি কাজে লাগতে পারে। মানুষের মস্তিষ্ক কী ভাবে কাজ করে তা, অধ্যয়নের জন্য বিজ্ঞানীরা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম ব্যবহার করে থাকেন।
advertisement
advertisement
এখানেও তেমনই একটি চ্যালেঞ্জ রয়েছে। এই অপটিক্যাল ইলিউশন ছবিতে এমন একটি ছবি আঁকা হয়েছে, যার মধ্যে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি মুখাবয়ব। সমস্ত প্রাণীর মুখ খুঁজে বের করতে হবে মাত্র ২১ সেকেন্ডের মধ্যে—আর এটাই চ্যালেঞ্জ।
advertisement
ছবিটিতে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হল এক রমণীর মুখ, যার নাকে রয়েছে একটি বড় নথ। আর ঠিক তার বিপরীতে মুখ ঘুরিয়ে রয়েছে একটি পুরুষের মুখ, যার নাকের নিচে মোটা গোঁফ। কিন্তু এই দু’টি মুখে খুঁজে বের করার মধ্যে কোনও কৃতিত্ব নেই। বরং এই ছবিতে লুকিয়ে থাকা অন্য মনুষ্যেতর প্রাণীর মুখাবয়ব খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ, তাও মাত্র ২১ সেকেন্ডে। ঘড়ি ধরে এই চ্যালেঞ্জ জিততে পারলে বুঝতেই হবে বুদ্ধির ধার আছে।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রাণীর মুখ লুকিয়ে রয়েছে এই ছবিতে—
1. হাতি
2. বাঘ
3. রাজহাঁস
4. সাপ
5. দুই পায়রা
advertisement
6. সারস
7. বড় মাছ
8. ছোট মাছ
9. নেকড়ে
10. গাভী
11. খরগোশ
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ঠিক কতগুলি প্রাণী দেখা যাচ্ছে ছবিতে ? বুদ্ধিমান হলে ২১ সেকেন্ড সময়ই যথেষ্ট আপনার জন্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement