Optical Illusion: দৃষ্টিভ্রমকারী এই ছবিতে রয়েছে একাধিক সংখ্যা, একটাও খুঁজে পাচ্ছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেই ধাঁধাঁর জট ছাড়াতেই নেমে পড়েছেন নেটিজেনরা (Optical Illusion)।
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এমন ছবি যা দৃষ্টিভ্রম তৈরি করে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে (Optical Illusion)। বেশ একটা খেলার মতো অনেকেই এমন দৃষ্টিভ্রমকারী (Optical Illusion) ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি এমনই এক ছবি ঘিরে তোলপাড় হচ্ছে নেটপাড়া। কারণ, বলা হয়েছে ছবিটিতে একাধিক সংখ্যা রয়েছে। কিন্তু প্রথম দৃষ্টিতে সংখ্যা তো দূর, শুধুই রঙের ছোপ দেখা মিলছে। কিন্তু সেই ছবিতেই রয়েছে ধাঁধাঁ। আর সেই ধাঁধাঁর জট ছাড়াতেই নেমে পড়েছেন নেটিজেনরা (Optical Illusion)।
আরও পড়ুন: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!
নীল-সাদা-কালো-লাল-ধূসর রঙের তুলির ছোপ, আর তাতে রয়েছে ইংরেজিতে লেখা একাধিক সংখ্যা। ছবি থেকে সংখ্যা খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে। কিন্তু এমন মজার ছবিই ইদানীং নেটপাড়ায় ভাইরাল। একে অপরকে চ্যালেঞ্জ করে খোঁজা হচ্ছে দৃষ্টিভ্রমকারী ছবি থেকে সংখ্যা বা ভিতরে লুকিয়ে থাকা কোনও ছবি। তেমনই এই ছবিটিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তুমুল ভাইরাল হয়েছে ছবিটি।
advertisement

advertisement
আরও পড়ুন: এই কালো দাগগুলির পিছনে রয়েছে বিড়ালের মুখ, মাথা ঝাঁকালে তবেই ধরা দেবে চোখে!
ছবিটিকে ভালো করে দেখলে একদম ডানদিকে নীচের দিকে দেখা যায় ইংরেজিতে লেখা সেই সংখ্যাগুলি। রয়েছে 16309। একসঙ্গেই রয়েছে এই সংখ্যাগুলি। কিন্তু প্রথমে এই ছবিতে দেখলে কোনও ভাবেই চোখে পড়ছে না সংখ্যাগুলি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে নীচের দিকে ডানদিকে রয়েছে সেই সংখ্যাগুলি। আপনার কেমন লাগল এই দৃষ্টিভ্রমকারী ছবি? আপনিও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ছবি ও চ্যালেঞ্জ জানান।
Location :
First Published :
March 11, 2022 6:13 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: দৃষ্টিভ্রমকারী এই ছবিতে রয়েছে একাধিক সংখ্যা, একটাও খুঁজে পাচ্ছেন?