Viral Video: কলেজে ফেয়ারওয়েল স্পিচ দিতে দিতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন! মৃত্যু ২০ বছরের তরুণীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
College Student Dies After Collapsing During Farewell Speech: মহারাষ্ট্রে একটি কলেজে বিদায়ী সংবর্ধনার সময় ২০ বছর বয়সী এক ছাত্রীর আকস্মিক মৃত্যু হয়। মঞ্চেই আচমকা লুটিয়ে পড়েন তিনি ৷
মুম্বই: বর্তমান সময়ে কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা লেগেই রয়েছে ৷ জীবন যে কতটা অনিশ্চিত হয়ে পড়েছে, তা এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই বোঝা সম্ভব ৷ মহারাষ্ট্রে একটি কলেজে বিদায়ী সংবর্ধনার সময় ২০ বছর বয়সী এক ছাত্রীর আকস্মিক মৃত্যু হয়। মঞ্চেই আচমকা লুটিয়ে পড়েন তিনি ৷
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় হার্ট অ্যাটাকের নানারকম ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনেক অল্প বয়সী ছেলেমেয়েদেরই আকস্মিক মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকে। মহারাষ্ট্রের ধারাশিব শহরের কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ২০ বছর ছাত্রীটি মারাঠিতে একটি বক্তৃতা দিতে ওঠেন ৷ এরপর কথা বলার সময়েই হঠাৎই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। শ্রোতাদের মধ্যে থেকে অনেকেই ছুটে আসেন এই আকস্মিক ঘটনায়।
advertisement
advertisement
20 year old Varsha Kharat died suddenly during a college function in Dharashiv district of Maharashtra. Right on the stage. pic.twitter.com/ZAsQt2Vm7m
— The Family Gyan (@thefamilygyan) April 6, 2025
advertisement
জানা গিয়েছে বর্ষা কারাত নামের ওই ছাত্রীর ৮ বছর বয়সে একবার হার্ট সার্জারি হয়েছিল। গত বেশ কিছু বছর ধরে সম্পূর্ণ সুস্থই ছিলেন তিনি ৷ কিন্তু এদিন কথা বলার সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷
view commentsLocation :
Maharashtra
First Published :
April 08, 2025 8:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কলেজে ফেয়ারওয়েল স্পিচ দিতে দিতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন! মৃত্যু ২০ বছরের তরুণীর