Karwa Chauth: করবা চৌথে মিয়া খলিফার জন্য উপোস বৃদ্ধের! চালুনি দিয়ে মুখও দেখলেন পর্ন তারকার, দেখুন ভিডিও

Last Updated:

Karwa Chauth viral video: সদ্য পেরিয়ে গেল করবা চৌথ। এই উৎসবে সঙ্গীর বিশেষত স্বামীর মঙ্গল কামনায় উপোস করেন মহিলারা। এখন অবশ্য অবিবাহিত মহিলারাও সঙ্গীর মঙ্গল কামনায় করবা চৌথ পালন করেন।

মিয়া খলিফার জন্য করবা চৌথ পালন।
মিয়া খলিফার জন্য করবা চৌথ পালন।
নয়াদিল্লি: সদ্য পেরিয়ে গেল করবা চৌথ। এই উৎসবে সঙ্গীর বিশেষত স্বামীর মঙ্গল কামনায় উপোস করেন মহিলারা। এখন অবশ্য অবিবাহিত মহিলারাও সঙ্গীর মঙ্গল কামনায় করবা চৌথ পালন করেন।
নিয়ম অনুযায়ী কৃষ্ণ চতুর্থীর সন্ধ্যায় চাঁদের দেখা পেলে স্বামীর হাত থেকে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন মহিলারা। এই করবা চৌথের দিনই অপ্রচলিতভাবে এই ব্রত পালন করে ভাইরাল হলেন এক বৃদ্ধ। সমাজ মাধ্যমে দেখা গিয়েছে, একটি ভাইরাল ভিডিওতে বিখ্যাত পর্ন তারকা মিয়া খালিফার জন্য করবা চৌথ পালন করছেন এক বৃদ্ধ। যদিও ভিডিওটি সত্যতা যাকেই করেনি নিউজ১৮ বাংলা।
advertisement
advertisement
কিন্তু বৃদ্ধের নিষ্ঠাভরে এমন ব্রত পালনের বিষয়টি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বৃদ্ধ চালুনি নিয়ে চাঁদ দেখছেন, চালুনির সামনে মঙ্গলদীপ রাখা। চাঁদ দেখার পর ওই চালুনি দিয়ে মিয়া খলিফার মুখও দেখেন সেই বৃদ্ধ। তাঁর একটি হাতে ছিল জলের ঘটি, যে ঘটির জল খেয়ে উপবাস ভঙ্গ করবেন তিনি।
advertisement
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির নিচে প্রচুর মানুষ বিভিন্ন কমেন্টও করেছেন। তবে অনেক কমেন্টে আক্রমণ করা হয়েছে বৃদ্ধের রুচিবোধ নিয়ে। কিন্তু তবুও এরকম বিশিষ্ট পর্ন পর্ন তারকার জন্য বৃদ্ধির উপবাসের বিষয়টি কিছুটা হলেও মজার।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Karwa Chauth: করবা চৌথে মিয়া খলিফার জন্য উপোস বৃদ্ধের! চালুনি দিয়ে মুখও দেখলেন পর্ন তারকার, দেখুন ভিডিও
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement