সব আন্দাজ, অনুমানই মিলে গেল তাহলে? মঙ্গল গ্রহে প্রাণের হদিশ, পাওয়া গেল 'নমুনা'ও
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
বিজ্ঞানীদের মতে, এই শিলাগুলিতে মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন রয়েছে।
বলতেই হয়, মার্কিন মুলুকের পক্ষে খবর যথেষ্টই মঙ্গলময়। কেন না, নাসার পার্সিভারেন্স রোভার একটি হ্রদের তলদেশের পলি থেকে কোটি কোটি বছর আগে তৈরি শিলার একটি নমুনা সংগ্রহ করেছে। বিজ্ঞানীদের মতে, এই শিলাগুলিতে মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন রয়েছে। নমুনাটি জেজেরো ক্রেটারের একটি প্রাচীন শুষ্ক নদীর তলদেশ থেকে পাওয়া গিয়েছে।
ভারপ্রাপ্ত নাসা প্রশাসক শন ডাফি জানান, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে পরিচালিত পার্সিভারেন্সের এই আবিষ্কারটি মঙ্গল গ্রহে জীবন আবিষ্কারের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে। লাল গ্রহে সম্ভাব্য বায়োসিগনেচার শনাক্তকরণ একটি যুগান্তকারী আবিষ্কার এবং এটি মঙ্গল সম্পর্কে আমাদের ধারণাকে আরও এগিয়ে নিয়ে যাবে।” রোভার শিলাগুলিকে ‘স্যাফায়ার ক্যানিয়ন’ নমুনা বলে অভিহিত করেছে। সূক্ষ্ম-দানার কাদাপাথর এবং মোটা-দানার আরও নানা উপাদানের দ্বারা তা গঠিত, এটি বস্তুতত এমন এক ধরণের পাললিক শিলা যা সূক্ষ্ম-দানাদার পলি দ্বারা জড়ো হওয়া নুড়ি-আকারের কণা দ্বারা গঠিত।
advertisement
এক বছরের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পর পার্সিভারেন্স রোভার দ্বারা সংগৃহীত এই পাথরের নমুনায় বায়োসিগনেচার থাকার বিষয়টি নিয়ে অনেকেই আশাবাদী। মঙ্গল গ্রহে প্রাচীন জীবাণুর অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য এই নমুনাটি এখনও সবচেয়ে সেরা। বুধবার নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রও বলছে যে, বহু-বিলিয়ন বছর বয়সের পাললিক শিলায় একটি সম্ভাব্য বায়োসিগনেচার শনাক্ত করা হয়েছে। নিউ ইয়র্কের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের পার্সিভারেন্স বিজ্ঞানী এবং গবেষণাপত্রের প্রধান লেখক জোয়েল হুরোভিটজ বলেন, “ব্রাইট অ্যাঞ্জেলের গঠনে আমরা যে রাসায়নিক যৌগগুলি পেয়েছি তার সংমিশ্রণ মাইক্রোবায়াল বিপাকের জন্য শক্তির একটি সমৃদ্ধ উৎস হতে পারে।”
advertisement
advertisement
অতীতের আবিষ্কারগুলি বিবেচনা করলেও দেখা যাবে যে মঙ্গলগ্রহ এখনকার মতো অপ্রীতিকর স্থান ছিল না, সুদূর অতীতে এর পৃষ্ঠে তরল জল ছিল। বিজ্ঞানীরা সন্দেহ করেছেন যে জেজেরো ক্রেটারের মধ্যে জীবাণুর অস্তিত্বের প্রমাণ মিলতে পারে। তাঁদের বিশ্বাস, ৩.৫ বিলিয়ন বছরেরও বেশি সময় আগে নদীর ধারাগুলি গর্তের প্রাচীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে একটি হ্রদ তৈরি করেছিল। স্যাফায়ার ক্যানিয়নের নমুনাটি ২০২৪ সালের জুলাই মাসে নেরেটভা ভ্যালিসের ধারে পাথরের খণ্ড থেকে সংগ্রহ করা হয়েছিল, এটি একটি প্রাচীন নদী উপত্যকা যা জেজেরো ক্রেটারে প্রবাহিত জল দ্বারা তৈরি হয়েছিল।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 11:33 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সব আন্দাজ, অনুমানই মিলে গেল তাহলে? মঙ্গল গ্রহে প্রাণের হদিশ, পাওয়া গেল 'নমুনা'ও