Nasa On Sun: ভয়ঙ্কর সুন্দর! সূর্যে পৌঁছে গেল নাসার মহাকাশ যান, কী আছে সেখানে?

Last Updated:

NASA: এই মহাকাশযানের সূর্যে পৌঁছে যাওয়া কেন গুরুত্বপূর্ণ, পরের কয়েকটি লাইনে সে কথা বর্ণনা করেছেন বিজ্ঞানীরা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নিউইয়র্ক: নাসার মহাকাশযান পৌঁছে গেল সূর্যে (NASA Enters the Solar Atmosphere for the First Time)। প্রবেশ করল সূর্যের একে বারে উঠোন পেরিয়ে ঘরের কাছে। যাকে বলে অ্যাটমোস্ফিয়ার, সেখানেই সূর্যকে কার্যত ছুঁয়ে দেখল মহাকাশ যানটি। বিজ্ঞানীদের মনে হয়, এর ফলে মহাকাশ গবেষণার অনেক নতুন দিগন্ত খুলে যাবে। কারণ, এর আগে সূর্যের এত কাছে পৌঁছতে পারেনি কেউ। নাসার (Nasa) তরফ থেকেও সূর্যকে ছুঁয়ে দেখার কথা জানানো হয়েছে।
View this post on Instagram

A post shared by NASA (@nasa)

advertisement
advertisement
বিজ্ঞানীরা বলছেন, এ এক ঐতিহাসিক ঘটনা। মহাকাশ গবেষণার ক্ষেত্রে যা একটি মাইলফলক হয়ে থাকবে। নাসার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'আমরা সূর্যের মাটি ছুঁয়ে ফেলেছি। ইতিহাসে প্রথমবারের জন্য সূর্যের করোনায় প্রবেশ করেছে নাসার মহাকাশযান। সূর্যের যে পয়েন্টে এটি প্রবেশ করেছে, সেখানে চৌম্বকীয় ক্ষেত্র ও মাধ্যাকর্ষণ অনেকটাই বেশি, সে কারণে সে অঞ্চল থেকে সৌর ধাতু ছিটকে বেরিয়ে আসার সম্ভাবনা কম।' ২০১৮ সালে পার্কার সৌর তদন্তকারী যান পৃথিবীর মাটি ছেড়ে সূর্যের উদ্দেশে পাড়ি দেয়। সাফল্য এল প্রায় ৪ বছরের মাথায়।
advertisement
এই মহাকাশযানের সূর্যে পৌঁছে যাওয়া কেন গুরুত্বপূর্ণ, পরের কয়েকটি লাইনে সে কথা বর্ণনা করেছেন বিজ্ঞানীরা।  তাঁরা মনে করছেন, এক বার চাঁদের মাটিতে পা রাখার পর বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে সে উপগ্রহের সৃষ্টি কী ভাবে হয়েছিল। সূর্যের মাটিতে সৌরযান পৌঁছে যাওয়ার পর বোঝা যাবে অনেক অজানা তথ্য। আমাদের সৌরজগতের একমাত্র ও নিকটতম নক্ষত্র সূর্য, তাঁর কী অন্য কোনও সৌর জগতের উপর প্রভাব আছে? এ সব তথ্য এই অভিযানের ফলে আরও স্পষ্ট করে বিজ্ঞানীরা বুঝতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
advertisement
এই অভিযানের খবর দিয়ে নাসা ২০১২ সালে তোলা একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, সেই পোস্টে কম বেশি ৯ লক্ষ মানুষ নানারকম প্রতিক্রিয়া দিয়েছেন। সূর্যে পাড়ি দেওয়া যানের কুড়িয়ে পাওয়া তথ্যের জন্য এই বিপুল সংখ্যক বসে আছেন সাগ্রহে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Nasa On Sun: ভয়ঙ্কর সুন্দর! সূর্যে পৌঁছে গেল নাসার মহাকাশ যান, কী আছে সেখানে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement