নয়াদিল্লি : ছ’টি নিথর জিরাফ৷ শুকনো ফুটিফাটা প্রান্তরে তারা চিরঘুমে৷ মৃত্যুতেও ছাড়েনি একে অন্যের সঙ্গ৷ একটা দেহ জড়িয়ে আছে অন্য দেহগুলির সঙ্গে৷ চিত্রসাংবাদিক Ed Ram-এর তোলা এরিয়াল শটে ধরা পড়েছে খরাবিধ্বস্ত কেনিয়ার বীভৎস ছবি (Drought stricken Kenya)৷ মানুষের সঙ্গে পশুপ্রাণীরাও সেখানে মরিয়া একফোঁটা জলের সন্ধানে (Kenya drought takes lives of Giraffes)৷
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই জিরাফগুলি সাবুলি বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে জলের খোঁজে গিয়েছিল৷ সেখানেই তারা কাদায় আটকে পড়ে শুকনোপ্রায় জলাশয়ে৷ তার পর খাবার ও জলের অভাবে তিলে তিলে মারা পড়ে ওই কাদাজমিতেই৷ পরে উদ্ধার করা হয় তাদের দেহ৷
আরও পড়ুন : আবার কি মৃত্যুমিছিল? আবার কি ধেয়ে আসছে সুনামি? ইন্দোনেশিয়ার ভূমিকম্পে আতঙ্ক
অনেক দিন ধরেই খাবার ও জল না পেয়ে দুর্বল হয়ে পড়ছিল চতুষ্পদগুলি৷ আপ্রাণ চেষ্টা করছিল যদি কাছাকাছি কোনও জলাশয়ে পৌঁছন যায়৷ কিন্তু জল তাদের কাছে অধরা থেকেই যায়৷ খাবার না পেয়ে জলশূন্য অবস্থায় মৃত্যুর কোলে তারা ঢলে পড়ে৷ পরে তাদের দেহগুলি সরিয়ে দেওয়া হয় ওয়াজির প্রদেশের এয়রিব গ্রামের প্রান্তে৷ যাতে জলাশয়ের জল দূষিত না হয়, তাই তাদের দেহগুলি সরিয়ে দেওয়া হয় গ্রামের প্রান্তে৷
আরও পড়ুন : মেহেন্দি, মেক-আপ সব টিপটপ, প্রতি সপ্তাহে নববধূর সাজে দেখা যায় এই পাক মহিলাকে ! এর পিছনে কারণ কী ?
শুধু বন্যপশুই নয়৷ বিধ্বস্ত কেনিয়ার মানুষও৷ পরিসংখ্যান বলছে, ভয়াবহ খরায় প্রায় ২.১ মিলিয়ন কেনিয়াবাসী এখন খাদ্যহীন৷ দেশের কিছু অংশ থেকে রিপোর্ট এসেছে, গত কয়েক দশকের মধ্যে সবথেকে কম বৃষ্টিপাত হয়েছে সম্প্রতি৷ রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, মানুষ এবং অন্যান্য প্রাণধারণের ক্ষেত্রে জলের উৎস শুকিয়ে গিয়েছে কেনিয়ায়৷ জলের জন্য সাধারণ মানুষ বাধ্য হচ্ছেন দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে৷ ফলে এই ঘটনা ঘিরে স্থানীয় সম্প্রদায়গুলির মধ্যে অশান্তি বাড়ছে৷ দানা বাঁধছে গোষ্ঠীদ্বন্দ্ব৷
আরও পড়ুন : বাংলাদেশে ধরা পড়ল ওমিক্রন, আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র !
কেনিয়ার এক ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশ, খরায় নিশ্চিহ্ন হতে বসেছে প্রায় ৪ হাজার জিরাফ৷ বুর আলগি জিরাফ অভয়ারণ্যের তরফে ইব্রাহিম আলি জানিয়েছেন, নদীর ধার বরাবর কৃষিক্ষেত্র পরিস্থিতি আরও খারাপ করেছে৷ কারণ এর ফলেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে বন্যপ্রাণীদের কাছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।