Bangladesh ৷ Omicron: বাংলাদেশে ধরা পড়ল ওমিক্রন, আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র !

Last Updated:

Omicron In Bangladesh: ওই দুই মহিলা ক্রিকেটারকে এখন আইসোলেশনে রাখা হয়েছে ৷ তাঁদের দেহে সংক্রমণের মাত্রাও খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

Representational Image
Representational Image
ঢাকা: করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র ৷ বাংলাদেশেও মিলেছে ওমিক্রন (Omicron) ৷ এমনটাই ঘোষণা করেছে  সে দেশের স্বাস্থ্য মন্ত্রক ৷ বাংলাদেশের (Bangladesh) স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক শনিবার জানিয়েছেন, জিম্বাবোয়ে থেকে খেলে দেশে ফেরা বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের কোভিড পরীক্ষায় করোনা ধরা পড়ে ৷ সেই দুটি নমুনা পরীক্ষার পর সেটি ওমিক্রন স্ট্রেন বলেই জানা গিয়েছে (Omicron in Bangladesh) ৷
ওই দুই মহিলা ক্রিকেটারকে এখন আইসোলেশনে রাখা হয়েছে ৷ তাঁদের দেহে সংক্রমণের মাত্রাও খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ কিন্তু করোনার যেই ভ্যারিয়েন্টকে নিয়ে এত ভয়, সেই ওমিক্রন বাংলাদেশে ঢুকে পড়ায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে ৷ ওমিক্রনে এখনও পর্যন্ত বিশ্বের কোথাও মৃত্যু হয়েছে, এমন ব্যক্তির খোঁজ মেলেনি ৷ কিন্তু করোনার এই ভ্যারিয়েন্ট ডেল্টা থেকেও বেশি ভয়ঙ্কর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ ফলে স্বভাবতই গোটা বিশ্বেই ওমিক্রনকে নিয়ে আতঙ্ক অনেক বেশি ৷
advertisement
advertisement
গত ৬ ডিসেম্বর দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র দুই মহিলা ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছিল। তবে দুই সদস্যের নাম প্রকাশ করতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু জানানো হয়েছিল, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে বোর্ড।
advertisement
বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেও উৎসবের সুযোগ পাননি নিগার সুলতানা জ্যোতিরা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh ৷ Omicron: বাংলাদেশে ধরা পড়ল ওমিক্রন, আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement