Bizarre Incident: সেক্স ডলকে মৃতদেহ ভেবে বিব্রত ও অপদস্থ মালয়েশিয়ার পুলিশ

Last Updated:

যাকে মৃতদেহ ভেবে সতর্কতা জারি করা হয়েছিল, আদতে দেখা গেল সেটা একটা সেক্স ডল!( Malaysian police mistaken sex doll as corpse)

আজব কারণে বিব্রত হতে হল মালয়েশিয়ার পুলিশকে৷ যাকে মৃতদেহ ভেবে সতর্কতা জারি করা হয়েছিল, আদতে দেখা গেল সেটা একটা সেক্স ডল!( Malaysian police mistaken sex doll as corpse)
সেটা প্রথমে চোখে পড়ে সাফাই বিভাগের সঙ্গে যুক্ত এক ব্যক্তির৷ কাজ করতে করতে তার চোখে পড়ে প্লাস্টিক ও কম্বলে মোড়ানো একটা কিছু পড়ে আছে শাহ আলম এলাকায় মোটর সাইকেলের দোকানের পিছনে৷ তাঁর সন্দেহ হয় ওটা আসলে কোনও মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ ঘিরে ফেলা হয় পুরো এলাকা৷
advertisement
জানা গিয়েছে, ওই ‘দেহ’-টি পড়েছিল ডাস্টবিনে ময়লার মধ্যে৷ এবং সেটা খুব ভাল করে মোড়া ছিল৷ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করেন স্থানীয় জনতা৷ পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞরাও৷ ফরেনসিক বিষেশজ্ঞরা প্লাস্টিকের আবরণ থেকে ‘দেহ’ বার করেন৷ তার পরই তাঁদের হতভম্ব অবস্থা৷ কারণ প্লাস্টিক মোড়ক থেকে যা বার হল, তা আসলে একটি সেক্স ডল৷ মোমের তৈরি নারীর আকৃতি পুতুল!
advertisement
আরও পড়ুন : ১১ বছর আগে হারিয়ে যাওয়া বাঁধানো দাঁতের পাটি স্পেন থেকে ফিরল ইংল্যান্ডে তার মালিকের কাছে
এই ঘটনায় এখনও কোনও অপরাধ-যোগ খুঁজে পাননি তদন্তকারীরা৷ অনেকের ধারণা, পুলিশকে বিভ্রান্ত করতেই এই কীর্তি করেছে কেউ৷
advertisement
আরও পড়ুন : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও
এরকমই একটি ঘটনা কিছু দিন আগে ঘটেছে জর্জিয়ায়৷ সেখানে পুলিশকে ফোনে খবর দেওয়া হয় এক মহিলাদের দেহ পাওয়া গিয়েছে৷ তার পর দেখা যায় সেটি আসলে একটি সেক্স ডল৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre Incident: সেক্স ডলকে মৃতদেহ ভেবে বিব্রত ও অপদস্থ মালয়েশিয়ার পুলিশ
Next Article
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE